ফিরোজাবাদ, উত্তরপ্রদেশ : বৃহস্পতিবার ঈদ-উল-আজহা উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিলেন রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের পদাধিকারীরা।
নামাজ শেষে গো-শালায় গরুর সেবা করে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন তারা। এদিন গরুর গলায় ফুলের মালা পরিয়ে কলা খাওয়ালেন।
মঞ্চের জাতীয় সহ-সভাপতি হাসান কাদরির নেতৃত্বে পদাধিকারীরা সকাল ৮.৪৫ মিনিটে ঈদগাহে নামাজ পড়তে গান্ধী পার্কে অবস্থিত গৌশালায় পৌঁছেন।
প্রথমে তারা গো-বংশীকে মালা অর্পণ করেন এবং পরে কলা খাওয়ান।
মঞ্চের জাতীয় সহ-সভাপতি বলেন, বকরাঈদে মানুষ কোরবানি দিলেও আমরা গরুর সেবা করছি। তিনি বলেন সমাজকে গরু রক্ষা করতে হবে।
যারা গরু হত্যা করে তারা নিজেদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর কাজ করে।
তিনি গরু হত্যা নয়, গোটা সমাজকে গরু রক্ষা করতে আহ্বান জানান। বলেন যে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখাই গরু সেবার উদ্দেশ্য।