শিলচর : ঈদের নামাজের পর শিলচর কলেজ রোডে দুই সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।
খবরে জানাগেছে যে ঈদের নামাজের পর প্রকাশ্যে গো মাংস বিক্রি করা এ উত্তেজনার সৃষ্টি হয়।
ঘটনাটি হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজনের নজরে আসার পর তারা আপত্তি জানায় এবং দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে পরিস্থিতি উওত্তেজনার দিকে মোড় নেয়।
ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। কাছাড়ের এস পি নোমাল মাহাত্তা এবং এডিশন্যাল এস পি সুব্রত সেনকেও পরিস্থি সামাল দিতে দেখা যায়।
উল্লেখ্য যে, এলাকাটি ঘন বসতিপূর্ণ এবং হিন্দু-মুসলিম সংমিশ্রিত।
মুসলিম সম্প্রদায়ের এক ব্যক্তিকে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বলতে দেখা গেছে ঈদের নামাজের পর তাদের কোরবানি দেওয়ার রীতি রয়েছে।
তাই তারা পশু কোরবানি দিয়েছেন, কিন্তু সেই সময় হিন্দু ছেলেরা এসে বিডিও করেছে এবং কোরবানিতে আপত্তি জানিয়েছে।
এদিকে পরিস্থিতি শান্ত হয়ে আসলে দুপক্ষই ঘটনার সঠিক তদন্ত দাবি করে দুষিদের কঠোর শাস্তির দাবি জানান।