হাইলাকান্দি প্রতিনিধি : মাত্র এক দেড় ঘন্টা সময় বিদ্যালয়ে গিয়ে কর্তব্য পালন করে সরকারি মাইনে গুনছেন একাংশ শিক্ষক শিক্ষিকা।
হাইলাকান্দি শিক্ষা খন্ডের অন্তর্গত নিতাইনগর, বিষ্ণুঘর এবং পূর্বসোনাপুর অঞ্চলের বেশ কয়েকটি বিদ্যালয়ের দুরবস্থা দেখলে চক্ষু কপালে উঠিবে।
বুধবার অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের এক প্রতিনিধি দল কয়েকটি সরকারি বিদ্যালয় পরিদর্শন করে দূর্ণীতির তথ্য ফাঁস করেন।
সাংবাদিকের ক্যামেরা দেখে কৃষি কাজ থেকে দৌড়ে এসে স্কুলে উপস্থিত হন নিতাইনগর মডেল এম ই স্কুলের প্রধান শিক্ষক।
এই প্রধান শিক্ষকের নাম তৈয়বুর রহমান বলে জানা গেছে।
তিনি বেলা বারোটা নাগাদ কর্তেব্য গাফিলতি করে স্কুলের পার্শ্ববর্তী কৃষি জমিতে কৃষি কাজে ব্যস্ত ছিলেন।
সাংবাদিকের ক্যামেরা দেখে তিনি তড়িঘড়ি কৃষি কাজ থেকে দৌড়ে এসে স্কুলে উপস্থিত হয়ে সাফাই দেন। তিনি বলেন, আজ স্কুলে ছাত্রছাত্রী আসেননি তাই শিক্ষকরাও স্কুল বন্ধ করে চলে গেছেন।
তাছাড়াও একই সময়ে ৬৮ নং পূর্বসোনাপুর প্রাথমিক বিদ্যালয়, ৯৩২ নং মরাগাঙ্গরপার এলপি স্কুল, ৬৮ নং পূর্বসোনাপুর প্রাথমিক বিদ্যালয়, ২৪৫ নং বিষ্ণুঘর মক্তব এবং ১১৬ নং নিতাইনগর এলপি স্কুল তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাইলাকান্দি শিক্ষা বিভাগের দুরবস্থার কথা তুলে ধরে এসব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে বিহিত পদক্ষেপ নেওয়ার দাবি জানান এজেওয়াইসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কবির উদ্দিন লস্কর, জেলা সমিতির উপসভাপতি হোসেন আহমেদ মজুমদার ও জাকির হোসেন লস্কর।