উধারবন্দ প্রতিনিধি : উধারবন্দ ইউ এসের উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে উধারবন্দের ক্রীড়া সংস্থার ঐতিহাসিক আলোচনা সভা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্ৰধান অতিথি ছিলেন শিলচর ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, বিশিষ্ট অতিথিদের মধ্য ছিলেন ডিএসএ-র সাধারণ সম্পাদক অতুনু ভট্টাচাৰ্য, অজয় কুমার রায়, বিধান রায়।
অনুষ্ঠানের শুরুতে প্ৰদীপ প্রজ্জলন করে ধ্যান চাঁন্দের ছবিতে পুষ্পাঅর্ঘ্য অর্পণ করা হয়।
স্বাগত বক্তব্য রাখতে গিয়ে শিবব্রত দত্ত বলেন দীৰ্ঘদিন থেকে উধারবন্দের ক্রীড়া জগতে দ্বন্দ্ব ছিল। দুইটা ক্রীড়া সংস্থা থাকায় উধারবন্দ ক্রীড়া পিছিয়ে ছিল।
আইনের পথে গিয়ে পুরোন ক্রীড়া সংস্থা দ্বায়িত্ব পেয়েছে। এবার সৎ পথে থেকে খেলা ধূলা চালিয়ে যাওয়ায় সাফল্য আসবেই।
পরবৰ্তী বক্তারা উধারবন্দের ক্রীড়া জগতের কথা তুলে ধরেন। এর পর উধারবন্দের লায়ন্স এনজিওকে সংবর্ধনা দেওয়া হয় এবং শিলচর ডিএসএ থেকে আগত অতিথিদের হাতে একটি স্মারক তুলে দেন।