হাইলাকান্দি প্রতিনিধি : শ্বহীদ প্রমোদ বরা এলপি স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একনায়কত্বের অভিযোগ অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের।
স্কুল পরিচালনা সমিতির সভাপতি সহ অন্যান্য কর্মকর্তাদেরকে কোন পাত্তা না দিয়ে নিজের মনগড়া স্কুল চালিয়ে যাচ্ছেন হাইলাকান্দি শিক্ষা খন্ডের অন্তর্গত শ্বহীদ প্রমোদ বরা এলপি স্কুলের প্রধান শিক্ষিকা হুমেরা বেগম লস্কর।
প্রধান শিক্ষিকা হুমেরা বেগম লস্কর দীর্ঘদিন ধরে এভাবেই স্কুল পরিচালনা সমিতির সঙ্গে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ করেন স্কুলের সভাপতি খসরু আহমদ লস্কর।
তিনি অভিযোগ করে বলেন, এই স্কুলের শৈক্ষিক পরিবেশ সহ স্কুলের দুরবস্থা খতিয়ে দেখার জন্য হাইলাকান্দি শিক্ষা ব্লকের বিইওকে তিন হাজার টাকা দিয়ে স্কুল পরিদর্শন করান সভাপতি খসরু আহমদ।
বুধবার শ্বহীদ প্রমোদ বরা এলপি স্কুলে গিয়ে সরজমিন পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই স্কুলের দুরবস্থা সহ প্রধান শিক্ষিকার এহেন কার্যকলাপের অভিযোগ করেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কবির উদ্দিন লস্কর।
তিনি এব্যাপারে হাইলাকান্দির শিক্ষা আধিকারিক ও রাজ্যের শিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। উপস্থিত ছিলেন যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির উপ সভাপতি হোসেন আহমদ মজুমদার ও জাকির হোসেন লস্কর প্রমুখ।