সুপ্রিয় পাল, দুল্লভছড়া : দীর্ঘদিন থেকে রামকৃষ্ণনগর শিক্ষা খন্ডের ৪১৯ নং পশ্চিম কৃষ্ণনগর এল পি স্কুলের সীমা নির্ধারণ নিয়ে নানান জটিলতা ছিল।
এই সমস্যা সমাধানে বিদ্যালয় কতৃপক্ষ সহ গ্রামবাসিরা এবছরের ১৬ ফেব্রুয়ারি রামকৃষ্ণনগর সার্কেল অফিসে সীমানা নির্ধারণের জন্য আবেদন করেন।
দীর্ঘ কয়েক মাস পর বুধবার সার্কেল অফিসের কয়েকজন কর্মী এসে স্কুলের নথি অনুযায়ী সীমানা নির্ধারণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন যে পাশে সড়ক রয়েছে, এমতাবস্থায় বাউন্ডারি না থাকায় কচিকাচা ছাত্রছাত্রীদের নিয়ে সমস্যায় রয়েছেন।
তবে বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণে সরকারিভাবে অর্থ বরাদ্দ হয়েছে বলেও জানান তিনি।
প্রধান শিক্ষকা জানান ১৯৫০ সালে গৌরমুনি সিংহ বিদ্যালয় নির্মিনের জন্য আধা বিঘা জমি দান করেছিলেন।
কিন্তু বিদ্যালয়ে পার্শ্ববর্তী বিধুমুখী সিনহা বিদ্যালয়ে জমি তার বলে দাবি করে ভূমিদাতার নাম জানতে চান। এছাড়া জমির নথিপত্র নিয়ে আইনের আশ্রয় নেওয়ার হুমকি দেন। এতেই সমস্যা গভীর হয়।