শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর : রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্ঘে ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হল রামকৃষ্ণনগরের। এদিন রামকৃষ্ণ নগর এলাকার সকল ভক্তবৃন্দরা এসে উপস্থিত হন।
মহারাজ তাদের উদ্যেশে ঈশ্বরীয় ও আধ্যাত্মিক বিষয়ে বক্তব্য রাখেন।
সকলকেই সমাজে সঠিক পথে চলার ক্ষেত্রে অনুপ্রেরিত করেন। ভক্ত সম্মেলন শেষে কৃতী বিদ্যার্থীদের সংবর্ধনা জানানো হয় রমকৃষ্ণ সেবাশ্রমের তরফে।
সংবর্ধিত হয়েছেন শুচিস্মিতা বিশ্বাস, কৌস্তুভ দাস, কনক চৌধুরী, অনন্যা দাস, প্রয়ান নাথ, দীপ নাথ, স্নিগ্ধা দাস, সোনালী নাথ, ভ্রমর নাথ, রিয়া বারই, অঙ্কিতা নাথ, আকাশদীপ ভট্টাচার্য্য, অন্তরীপ চৌধুরী এবং শিলাদিত্য পাল।
এরা সকলেই উচ্চ মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক এবং সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।
তাদেরকে ভক্ত সম্মেলন শেষে সংবর্ধনা প্রদান করা হয়েছে রামকৃষ্ণ নগর রামকৃষ্ণ নগর সেবাশ্রমের তরফে।
এদিন উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী গণধিশানন্দজী মহারাজ, করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী প্রভাষানন্দজী মহারাজ।
এদিন তাঁরা ভক্ত সম্মেলনে মহারাজজীগন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব, শ্রী শ্রী মা সারদা এবং শ্রী শ্রী স্বামীজির জীবনী নিয়ে আলোচনা করেন ভক্তদের সাথে।
সম্মেলনে প্রায় দুইশতাধিক ভক্তবৃন্ধরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রামকৃষ্ণ নগর রামকৃষ্ণ সেবাশ্রমের কমিটির সদস্যরা।