শালচাপড়া, প্রতিনিধি : কাছাড় জেলার শালচাপরা তৃতীয় খন্ড নন্দীগ্রাম এলাকার জনগণ আজ তাদের বেহাল রাস্তার প্রতিবাদে হায় হায় স্লোগানে উত্তপ্ত করে তুলেন।
স্থানীয় জনগণ সংবাদমাধ্যমকে জানান বিগত মাস খানিক আগে হাইলাকান্দি ওয়াটার রিসোর্স বিভাগ কাটাখাল নদীর ভাঙ্গন প্রতিরোধের জন্য একটি ডাইক তৈরি করে।
এই ডাইক দিয়ে স্থানীয় জনগণ যাতায়াত করেন, সেই ডাইকই ছিল স্থানীয়দের একমাত্র যাতায়াতের রাস্তা।
কিন্তু এই ডাইকের ঠিকাদার রোহিত গুলগুলিয়া কিছুদিন আগে রাস্তার কাজ অর্ধ সম্পন্ন রেখে উদাও হয়ে যান।
এ নিয়ে স্থানীয় জনগণ প্রতিবাদ জানিয়ে সেই রাস্তার উপরে ধানের চারা রোপন করেন।
তারা সংবাদ মাধ্যমকে জানান রাস্তার উপর ঠিকাদার রোহিত গুলগুলিয়ার বালি এবং পাথর ফেলার কথা ছিল, কিন্তু সামান্য পাথর এবং পলি মাটি ফেলে কাজ সম্পূর্ণ না করে চলে যান।
স্থানীয় জনগণ এ নিয়ে কাছাড় ও হাইলাকান্দির জেলাশাসক সহ হাইলাকান্দি জলসম্পদ বিভাগের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পরিদর্শনের দাবী জানান।
তারা আরও জানান যে আগামী কিছুদিনের মধ্যে এই রাস্তার সঠিক পরিমাণে কাজ নাহলে বৃহত্তর আন্দোলনে নাম্বেন। এদিন সাংবাদিকদের সাথে কথা বলেন বিশিষ্ট সমাজসেবী আদিত্য গিরি সিনহা, রমাকান্ত সিনহা, প্রশান্ত সিনহা, বিশু সিনহা, বিপ্লব সিনহা, জগদীশ সিনহা, বিধান সিনহা, অভিজিৎ সিনহা, ইন্দ্রজিৎ সিনহা, দ্রুনা সিনহা সহ অন্যান্যরা।