সুপ্রিয় পাল, দুল্লভছড়া : রাস্তার কাজের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হলেও জনপ্রতিনিধিদের পকেট ভরতে গাইড লাইন না মেনে কাজ করায় অল্পদিনে রাস্তা গুলি ভগ্ন দশায় পরিনত হয়।
পরে প্রতিনিধিদের আর টিকির নাগালও পাওয়া যায় না, এমন অভিযোগ দুল্লভছড়া জিপির দামছড়া গ্রামের ১০ নং ওয়ার্ডের জনগণের।
এদিকে দুল্লভছড়া খন্ড উন্নয়নের অন্তর্গত এই জিপির দামছড়া গ্রামের ১০ নং ওয়ার্ডের রাস্তার কাজের জন্য ২০২০ সালে পঞ্চদশ অর্থ কমিশনের ৫,০০,০২০.০০ বরাদ্দ করা হয়।
বর্তমানে এই রাস্তার কাজ চলছে, কিন্ত লাগামহীন দুর্নীতির অভিযোগ আনলেন এই একই ওয়ার্ডের বাসিন্দা বিজেপির বুথ সভাপতি বিদ্যাসাগর রাজবর।
তাঁর অভিযোগ যে রাস্তার কাজ একই ওয়ার্ডে হচ্ছে, তবে স্থান পরিবর্তন করা হয়েছে এবং পিন পয়েন্টে করা হচ্ছে না এমনকি জিওটেক ছাড়াই করা হচ্ছে।
এতে ব্যবহার করা হচ্ছে অতি নিম্ন মানের ইট। তাঁর কথায় রাস্তায় ইট বসানোর আগে দুই পাশে ডালাই করতে হয়, কিন্ত সেখানে ডালাই পরির্বতে ইট বসিয়ে করা হচ্ছে।
এছাড়া ইট গুলো অতি নিম্নমানের, তার উপরেই পাতলা ডালাই করা হচ্ছে।
এব্যাপারে দুল্লভছড়া খন্ড উন্নয়ন আধিকারিককে জানানোর পর তিনি বিভাগীয় জেইকে পাঠিয়ে অভিযোগের সত্যতা যাচাই করে বিহিত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলেও আজ পর্যন্ত কাউকে না পাঠানয় উদ্বেগ প্রকাশ করেন।
অন্যদিকে এলাকাবাসী রাজ্যর মূখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের কাছে সঠিক তদন্তের দাবি জানিয়ে দৃষ্টি আকর্ষণ।