শিলচর রাঙ্গিরখাড়িতে উত্তেজিত জনতার পথ অবরোধ, পুলিশকে লক্ষ্য করে পাথর বর্ষণ, শূন্যে গুলি
শিলচর : নিখোঁজের ৩দিন পর ধোয়ারবন্দ থেকে অবশেষে দগ্ধ অবস্থায় উদ্ধার হল শিলচর হাইলাকান্দি রোডের মদনমোহন পার্ক এলাকার বাসিন্দা বছর ১৮-এর পিঙ্কি রায়ের মৃতদেহ।
এই ভয়ংকর ঘটনাকে ঘিরে রাঙ্গিরখাড়ি এলাকায় উত্তেজনা ছড়ায়। রাতে সেখানে মৃতদেহ নিয়ে শুর হয় পথ অবরোধ।
দুদিকে আটকা পড়া যানবাহনের লম্বা লাইনে নাকাল হয়ে পড়ে গোটা এলাকা।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ এক সময় মৃতদেহ সরিয়ে নিয়ে গেলে শুরু হয় পাথর বর্ষণ।
তাই পুলিশ লাঠিচার্জ এবং শূন্যে গুলি চালাতে বাধ্য হয়। এতে অবরোধকারী ও নিরাপত্তাকর্মীদের কমপক্ষে ২০ জনেরও বেশী আহত হয়েছেন।
জানাগেছে যে পিঙ্কি শহরের প্রেমতলা এলাকায় একটি কাপড়ের দোকানে কাজ করতেন, গত শনিবার থেকে নিখোঁজ হয়।
মঙ্গলবার ধোয়ারবন্দের একটি নির্মীয়মান তিনতলা ভবন থেকে দগ্ধ অবস্থায় পিংকির মৃতদেহ উদ্ধার করা হয়। সন্ধেহ করা হচ্ছে আততায়ীরা জ্বালিয়ে পরিচয় লোকানোর চেষ্টা করেছিল।
এদিকে অবরোধকারীদের মধ্য থেকে একাংশ পুলিশ এবং সিআরপিএফকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন।
এতে আহত হন পুলিশ কর্মী ও সিআরপিএফ জওয়ানরা, এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি শূন্যে গুলিও চালায়। সেই সময় পালাতে গিয়ে পুলিশের লাঠির গায়ে আহত হন বেশ কয়েকজন অবরোধকারী।
এই ঘটনায় পুলিশ কয়েকজনকে অবরোধকারিকে আটক করেছে বলেও জানা গেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।