শিলচর, ৭ নভেম্বর : সম্প্রতি বেকারত্বের ইস্যুতে মেঘালয়ের রাজধানী শিলং-এ খাসি জয়ন্তিয়া গারো পিপলস ফেডারেশনের মিছিল চলাকালীন বিনা কারণে বাঙালি পথচারীদের উপর চড়াও হওয়ায় অনেকেই আহত হয়েছেন।
সেই সময় শিলং পুলিশ এবং প্রসাশনের ভূমিকা ছিল নীরব দর্শকের, এই ঘটনা নিয়ে এবার তীব্র প্রতিবাদ জানাল শ্রীহট্ট সম্মিলনী শিলচর শাখা।
রবিবার সন্ধ্যা ৬টায় ইলোরা হেরিটেজ হলে শ্রীহট্ট সম্মিলনীর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়৷ সভায় আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা সহ শিলং-এর বাঙ্গালিদের উপর অত্যাচারের তীব্র নিন্দা জানান উপস্থিত সদস্যরা৷
সভায় শ্রীহট্ট সম্মিলনীর সভাপতি কিশোর ভট্টাচার্য, সহ-সভাপতি বিবেক পোদ্দার, সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ, শিল্পী গৌতম সিংহ, কোষাধ্যক্ষ সত্যজ্যোতি দেব, শিবশংকর ধর এবং কানাই দাস শিলং এর ঘটনার উপযুক্ত বিচার চেয়ে দুষ্কৃতীদের শাস্তির দাবি জানান৷
তারা বলেন, মেঘালয়ে গত চল্লিশ বছর ধরে অত্যাচারিত হচ্ছেন বাঙালি সহ অনুপজাতিরা, এখন পর্যন্ত কোনো দুস্কৃতী শাস্তি পেতে দেখা যায় নি।
বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে বহু বছর ধরে৷ মেঘালয় সরকার সবকিছু জেনেও কোনো ধরণের হস্তক্ষেপ করছে না৷ আগামীতে যাতে আর কোনো বাঙালির উপর অত্যাচার না হয় তার জন্য সমস্ত বাঙালি সমাজ এক হয়ে মাঠে নেমে প্রতিবাদ করতে হবে বলে মত ব্যক্ত করেন শ্রীহট্ট সম্মিলনীর শিলচর শাখার কর্মকর্তারা৷