শিলচর : ভারতে গণিত ও পরিসংখ্যান চর্চার স্বনামধন্য প্রতিষ্ঠান ইণ্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউট-এ ভর্তির সুযোগ করে নেওয়ায় শিলচরের শুভদীপ রায়কে বিডিএফ যুব ফ্রন্ট প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সংবর্ধিত করে।
এদিনের অনুষ্ঠানে যুব ফ্রন্টের মুখ্য আহবায়ক কল্পার্ণব গুপ্ত এটাকে বরাকের মতো প্রান্তিক এক উপত্যকা থেকে শুভদীপ এই সাফল্য অর্জন করায় গৌরবের বিষয় হিসাবে ব্যাখ্যা করেছেন।
সমগ্র আসাম থেকে সেই একমাত্র পরীক্ষার্থী যে এই পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
ইণ্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউটের ভর্তি পরীক্ষা খুব উচ্চমানের হয় এবং সেখানে বাছাই করে ভারতের সেরা ছাত্রদের নেওয়া হয়।
মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক পাঠক্রমের গৎবাঁধা অঙ্ক নয়, এই পরীক্ষার প্রশ্নপত্র সমাধানে প্রয়োজন নিজস্ব উদ্ভাবনী শক্তির।
প্রত্যেক গণিতপ্রেমি ছাত্রের কাছে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়া রীতিমতো এক স্বপ্ন, তাই এই পরীক্ষাও যথেষ্ট প্রতিযোগিতামূলক।
কল্পার্ণব আরও বলেন যে শুধুমাত্র প্রয়োগের মাপকাঠি দিয়ে গণিতের বিচার করলে হবে না। বিশুদ্ধ গণিতের চর্চা শিল্প বা কাব্যচর্চার মতোই মানব মনন ও চিন্তার উৎকর্ষ সাধনের প্রয়াস।
সমীকরণের এক স্বতন্ত্র নন্দনতত্ত্ব আছে যা গণিতজ্ঞ মাত্রেই জানেন।
সুতরাং অভিভাবকদের শুধু প্রযুক্তিবিদ্যার দিকে ধাবিত না হয়ে বিশুদ্ধ গণিত ও বিশুদ্ধ বিজ্ঞানচর্চা করার জন্যও ছেলেমেয়েদের উৎসাহিত করতে হবে।
আসাম একাডেমি অব ম্যাথম্যাটিকস কাছার শাখাও এ ক্ষেত্রে প্রশংসার দাবি রাখে, কারণ বিভিন্ন অনুষ্ঠান ও কর্মশালার মাধ্যমে গণিত চর্চার এক পরিবেশ তৈরি করতে তারা ইতিমধ্যে সক্ষম হয়েছে।
বিডিএফ মুখ্য আহবায়ক প্রদীপ দত্ত রায় শুভদীপের এই সাফল্যের জন্য গর্ববোধ করে বলেন যে তিনি আশা রাখেন আগামী দিনেও শুভদীপ গণিতের জগতে প্রভূত খ্যাতি অর্জন করবে।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া সেলের আহবায়ক ঋষিকেশ দে, যুব ফ্রন্টের আহ্বায়ক বাহার আহমেদ চৌধুরী ও হারাধন দত্ত, লোকশিল্পী কিরণ রাস, সাংবাদিক জয় রায়, সাংবাদিক অনিরুদ্ধ লস্কর, শুভদীপের মা বাসবী রায় প্রমুখ।