রামকৃষ্ণনগরে দৃষ্টী প্রকল্পের অধীনে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

Spread the love

রামকৃষ্ণনগর : চোখের নানান সমস্যা নিয়েই কর্ম ব্যস্ততার জন্য চোখের ডাক্তার দেখানোর সময় পান না সমাজে এরকম অনেক লোক রয়েছেন।

এছাড়া আর্থিক সমস্যার জন্য অনেকে চশমাও কিনতে পারেন না, যার ফলে চোখের সমস্যা নিয়েই জীবনযাপন চালিয়ে যান।

এই অবহেলার জন্যই চোখে জটিল সমস্যা দেখা দেয়।

তাই ডিডিআরসি করিমগঞ্জ এবং সক্ষম সংস্থার যৌথ ব্যবস্থাপনায় ও রাতাবাড়ির  বিধায়ক বিজয় মালাকার-এর উদ্যোগে আগামী ২৫ জুলাই রামকৃষ্ণনগরে দৃষ্টী প্রকল্পের অধীনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।

উক্ত শিবিরে ব্যাঙ্গালোরের অলকা ভিশন প্রোগ্রামের চিকিৎসকরা যাদের চশমার প্রয়োজন হবে তাদেরকে অতি স্বল্প মূল্যে পাওয়ারযুক্ত চশমা প্রদান করবেন।

এই শিবিরে সবাই বিনামূল্যে চক্ষু পরীক্ষা করতে পারেন।

এছাড়াও উক্ত শিবিরে ক্যাটারেক্ট, কর্ণিয়া, চোখ ট্যারা ইত্যাদি সমস্যা শনাক্ত করে তাদের রিহেবিলেটেশনের ব্যবস্থা করা হবে।

যারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাতে চান তারা বিশদ জানার জন্য হিরেশ বিশ্বাস- মোবাইল নং- 9954810094 এবং নিশীথ নাথ – মোবাইল নং- 9394340269 যোগাযোগ করতে পারেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token