মাজুলি, ২১ অক্টোবর : মাজুলিতে চিকিৎসা চিকিৎসা বিভাগের খামখেয়ালিপনায় তুমুল বিতর্কের সৃষ্টি করেছে। প্রকাশ্যে বেরিয়ে এসেছে নগ্ন স্বরূপ।
১২ বা ১০৮ পরিষেবার গাড়ি থাকলেও জরুরী পরিস্থিতিতে কোন অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। এছাড়াও হাসপাতালে রয়েছে চিকিৎসকদের অবহেলা অথবা সঠিক চিকিৎসার অভাব।
বৃহস্পতিবার রাতে মাজুলির মাজগাঁওয়ের হালিরাম শইকিয়া (৫২) গুরুতর অসুস্থ হলে তাঁকে ব্যক্তিগত গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এটাই মাজুলীতে স্বাস্থ্য ক্ষেত্রে প্রকৃত উন্নয়ন। এর আগে এরকম এক রোগীর মৃত্যু হলে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত মাজুলিতে গিয়েছিলেন, অনেকে তাঁকে ১০৮ পরিষেবা সম্পর্কে অভিযোগ করেন৷
তিনি সেখানে বলেছিলেন, মাজুলির মত আসামের অন্য কোথাও ১০৮ পরিষেবা নেই, তার দুই দিন পর নতুন তিনটি ১০৮ অ্যাম্বুলেন্স চালু করেন। কিন্তু গাড়ি থাকলেও পরিষেবা নেই। বৃহস্পতিবার জরুরি অবস্থার সময়ও একটি অ্যাম্বুলেন্স আসেনি, যা ওই ব্যক্তির মৃত্যুর কারণ বলে অভিযোগ করছেন এলাকার মানুষ।