শিলচর : হোজাইর প্রাক্তন বিধায়ক বিজেপির নেতা শিলাদিত্য দেব বরাকে এসে চরম সাম্প্রদায়িক মন্তব্য করায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রতিক্রিয়া জানিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টও।
বিডিএফ মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে সারা আসাম বাঙালি পরিষদের উপদেষ্টা হিসেবে প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব বরাক সফরে এসে তিন জেলায় যে সভা করেছেন তাতে সমস্যা ছিল না।
কিন্তু এইসব সভা সমিতি এবং সংবাদ মাধ্যমে যেভাবে হিন্দু-মুসলিম সংক্রান্ত সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন তা নিয়েই ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দত্তরায় বলেন যে বিধায়ক হওয়ার সময় থেকেই শিলাদিত্য সবসময় এমন চূড়ান্ত সাম্প্রদায়িক মন্তব্য করে বেড়ান।
মুসলমানদের প্রতি বিষোদগার করাই তার অন্যতম কাজ এবং সম্ভবতঃ এই কাজের জন্যই তাঁকে বিজেপি দলে রাখা হয়েছে।
এবারে বরাকে এসে তিনি যেসব মন্তব্য করেছেন তাতে মনে হচ্ছে তিনি এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে এসেছিলেন।
তবে শিলাদিত্য দেবের এইধরণের অপচেষ্টা বরাক বাসী প্রত্যাখ্যান করেছেন বলেন বিডিএফ নেতা।
তিনি শিলাদিত্যকে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন যে আপনি যদি এতই হিন্দু দরদী তবে এনার্সিতে বারলক্ষ হিন্দু বাঙালি বাদ পড়েছেন কেন? এবং যাদের আধার কার্ডকে অকেজো করে রাখা হয়েছে তাদের সম্পর্কে সম্পূর্ণ নীরব কেন?
বিজেপি বাঙালি হিন্দু দের স্বার্থে নাগরিকত্ব সংশোধনী বিল উভয় সংসদে পাশ করিয়েও বছরের পর বছর ধরে বাস্তবায়ন করছে না কেন? এই ব্যাপারে কি কোন বক্তব্য নেই।
বিডিএফ নেতা প্রদীপ দত্তরায় শিলাদিত্য দেবকে বরাকে এসে এসব দালালি না করে ব্রহ্মপুত্র উপত্যকার আশি লক্ষ বাঙালির স্বার্থে মনোযোগ দেবার পরামর্শ দেন।