ত্রিপুরা টিএমসি সভাপতির পদত্যাগ, উত্থানের সাথে সাথে পথন শুরু

Spread the love

আগরতলা : মাত্র কয়েক মাস আগে ত্রিপুরা বিধানসভা নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের দাপট ছিল চোখে পড়ার মতো।

কিন্তু নির্বাচনী ফলাফলে দল তেমন কোন প্রভাব পেলতে পারেনি। এরপর থেকেই শুরু হয়েছে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসে শনির দশা।

একের পর এক ভাঙ্গনের মুখে পড়ে দলটি। এবার পদত্যাগ করলেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।

তাঁর দায়িত্ব গ্রহণের মাত্র সাত মাস পর মঙ্গলবার ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যা দেখিয়ে সভাপতি এবং একই সঙ্গে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে তিনি লিখেন আমি এতদ্বারা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতির পদ এবং এর প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি, দয়া করে এটি গ্রহণ করুন।

 পীযূষ কান্তি বিশ্বাস একজন প্রাক্তন কংগ্রেস নেতা, টিএমসি প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একটি চিঠিতে লিখেছেন।

তিনি ব্যানার্জী এবং টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে এই পদ দেওয়ার জন্য ধন্যবাদও  জানিয়েছেন।

তিনি মিডিয়াকে মসম্বোধন করে বলেন ব্যক্তিগত কারণে গত কয়েক মাস ধরে সংগঠনে সঠিক সময় দিতে পারিনি, তাই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। অন্য কোন দলে যোগ দেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো সিদ্ধান্ত হয়নি।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token