শিলচর : আজ রামনগর থেকে পুলিশ ৪৫ কোটি টাকারও বেশী মুল্যের মাদকদ্রব্য জব্দ এবং আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের গ্যাংয়ের তিন পাণ্ডাকে গ্রেপ্তার করেছে।
এরমধ্যে একজন হেফাজত থেকে পালানোর চেষ্টা করার সময় পুলিশের গুলিতে আহত হয়েছে জানিয়েছে পুলিশ।
আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পার্থ সারথি মহন্ত বলেছেন যে সোমবার গভীর রাতে মিজোরাম থেকে অবৈধ ড্রাগসের একটি চালান আসছে গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়।
শিলচর আইএসবিটির সামনে বাইপাসে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে চেকিং চালানোর সময় একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালালে ২.৫ কেজি সন্দেহভাজন হেরোইন জব্দ করা হয়।
হেরোইনগুলো বনেটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল, গাড়ির বুট থেকে এক লাখ ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
সেই সঙ্গে পাচারকারী গাড়ির তিন আরোহীকে আটক এবং গাড়িটি জব্দ করা হয়েছে।
অভিযানের নেতৃত্বে থাকা ডিআইজি জানান, জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় ৪৫ কোটি টাকা।
কোথা থেকে আনা হয়েছে এবং যাবে জানতে চাইলে একজন অভিযুক্ত পুলিশকে চালানটির গন্তব্যে নিয়ে যেতে রাজি হয়।
কিন্তু সে অন্ধকারের সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় পুলিশ তাকে থামাতে দুই রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার বাম পায়ে লাগে। তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে সে এখন চিকিৎসাধীন রয়েছে জানিয়েছেন ডিআইজি।