ভাঙ্গারপার প্রতিনিধি : কাটিগড়া সার্কেল অফিসে জমি নামজারি এবং জমি বিক্রয়ের অনুমতি সহ বিভিন্ন কাজে সাধারণ মানুষ হয়রানির শিকার হওয়ার অভিযোগ উঠেছে।
এক কথায় কাটিগড়া সার্কেল অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না বলে এনিয়ে সরব হয়েছে গ্রাহক সুরক্ষা সমিতি।
সোমবার ভাঙ্গারপার বাজারে কাটিগড়া সার্কেল অফিসের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবী বদরুজ্জামান চৌধুরীর পৌরোহিত্য অনুষ্ঠিত সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন বড়যাত্রাপুরের সচেতন নাগরিক ফজির আহমদ রাজবড়ভূইয়া।
তিনি বলেন সার্কেল অফিসে চলছে মহাল রাজ। বালু-পাথর মহালের মত দরকার বলে কটাক্ষ করা হয়।
তিনি বলেন কাটিগড়া সার্কেল অফিসের মহালরাজ কোন অবস্থায় বরদাস্ত করা হবে না, যে কোন মূল্যে মহালরাজ বন্ধ করতে হবে।
তার জন্য হয়রানির শিকার সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
সভার প্রধান অতিথি গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বলেন, জনগণ রাষ্ট্রের মূল চালিকা শক্তি।
জনগণ সরকার বদলে দিতে পারেন। এসব দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে জনগণকে শক্ত হাতে রুখে দাড়নোর আহ্বান জানান।
তিনি বলেন জমি নামজারির নামে পাটোয়ারি সুজিত দাসের বিরুদ্ধে হাজার হাজার টাকা উৎকোচ নেওয়ার গণ অভিযোগের ভিত্তিতে জেলা সুরক্ষা সমিতি তাকে বরখাস্ত করার দাবি জানাচ্ছে।
এছাড়া সভায় বক্তব্য রাখেন প্রাক্তন সেনাকর্মী গোলাম আজাদ বড়ভৃইয়া, যুব নেতা হুসেন আহমদ বডভূইয়া প্রমুখ।