ব্যুরো রিপোর্ট, গণ আওয়াজ : প্রতি বছরের ন্যায় এবারও মধ্য ধলাইর দার্বি চা বাগানে জনগণের প্রচন্ড উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে উদযাপিত হল বজরংবলীর পূজা।
মঙ্গলবার দার্বি বাগানের বাংলা রোডের হনুমান মন্দিরকে সাজিয়ে তোলা হয়। এদিন সকালে বজরংবলীর পূজা ও যজ্ঞ শেষে বিশাল সংখ্যক ভক্তবৃন্দের অংশগ্রহনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রার প্রধান আকর্ষন ছিল রাম, লক্ষন, হনুমান, জামুন ও দু শাতাধিক বানর সেনার প্রদর্শন।
এই বিশাল শোভাযাত্রা টি দার্বি চা বাগান থেকে আরম্ভ হয়ে নতুনবাজার, ধলাই ও আইরংমারা পরিক্রমা করে ফের দার্বি বাগানের হনুমান মন্দিরে এসে সমাপ্ত হয়।
বজরংবলীর পূজা নিয়ে এদিন প্রসঙ্গিক বক্তব্য রাখেন দার্বি হনুমান মন্দির পরিচালন কমিটির প্রধান গোপাল ধোবি, দার্বি চা বাগানের প্রাক্তন ম্যানেজার তথা বিশিষ্ট সমাজসেবী সুকেশ সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য বজরংবলীর বাৎসরিক পূজা উপলক্ষে এদিন দার্বি চা বাগান জুড়ে ছিল আনন্দের হাওয়া।