দুর্ণীতির খলনায়কের ভূমিকায় কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর! বিস্ফোরক মন্তব্য জহিরের

Spread the love

মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : সাহাবাদ বাজার মসজিদের শৌচাগার নির্মানের নামে ৮ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে বিধায়ক সুজাম উদ্দিন লস্করের বিরুদ্ধে।

২০১৯-২০ অর্থবছরে এসওপিডি ফান্ড থেকে ৮ লক্ষ টাকা ব্যয়ে হাইলাকান্দি জেলার সাহাবাদ বাজার মসজিদের শৌচাগার নির্মান কাজের শিলান্যাস করেছিলেন কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর।

ফের ২০২০-২১ অর্থ বছরের পঞ্চদশ অর্থকমিশনের অধীনে জেলা পরিষদ ফান্ড থেকে একই কাজের উপর ফলক লাগিয়ে ৮ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন সুজাম উদ্দিন লস্কর।

বুধবার অসম বিধানসভার লোকেল ফান্ড একাউন্ট কমিটির সঙ্গে সাক্ষাৎ করে এনিয়ে একটি স্মারকপত্র দেয় রাইজর দলের হাইলাকান্দি জেলা কমিটি।

রাইজর দলের অভিযোগের ভিত্তিতে বিধায়ক চক্রদর গগৈয়ের নেতৃত্বে লোকেল ফান্ড একাউন্ট কমিটির সদস্যরা সাহাবাদ বাজার মসজিদে গিয়ে সরজমিন তদন্ত করেন।

বুধবার হাইলাকান্দিতে সাংবাদিকদের সামনে রাইজর দলের জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর এবিষয়ে প্রতিবাদে সরব হয়ে বিধায়ক সুজাম উদ্দিন লস্করের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহনের দাবি জানান।

অন্যতায় তিনি বিধায়ক সুজাম উদ্দিন লস্করের উপর মামলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাইজর দলের হাইলাকান্দি জেলার সভাপতি জহির উদ্দিন লস্কর।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token