গঠিত হল করিমগিঞ্জ বিজেপির মণ্ডল মহিলা মোর্চার পূর্ণাঙ্গ কমিটি,  জীবন্ত হওয়ার পরামর্শ মিশনের

Spread the love

জুলি দাস

করিমগঞ্জ, ২ আগস্ট : নিষ্ক্রিয় না থেকে করিমগঞ্জ মহিলা মোর্চার কমিটি যাতে জীবন্ত হয়, কারণ মহিলা মোর্চা সহ বিভিন্ন শাখা সংগঠনের উপর অনেক আশা, ভরসা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার।

তাই সেভাবে কাজ করতে হবে, মহিলা মোর্চার পদাধিকারী এবং সদস্যাদের এই পরামর্শ দিয়েছেন এএসটিসির চেয়ারম্যান মিশনরঞ্জন দাস।

করিমগঞ্জ শহর মহিলা মোর্চার কমিটি ঘোষণা করার উদ্দেশ্যে বুধবার জেলা বিজেপি কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সেখানে মিশনরঞ্জন দাস বলেছেন, বিজেপির যতগুলো শাখা সংগঠন রয়েছে এরমধ্যে মহিলা মোর্চা সব চেয়ে বেশি শক্তিশালী।

কারণ সমাজের অর্ধেক মহিলা, তাই মহিলা মোর্চা অনেক কিছু করতে পারে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কমিটি থাকলেও অনেক সময় দেখা যায় নিষ্ক্রিয়, বিভিন্ন ইস্যু নিয়ে সক্রিয়তা পরিলক্ষিত হয় না।

বিভিন্ন জ্বলন্ত ইস্যু নিয়ে ঠেলাধাক্কা দিয়ে কাজ করাতে হয়। শহর মহিলা মোর্চা কমিটি যাতে জীবন্ত কমিটি হয়, ঠেলাতে যাতে না লাগে এই পরামর্শ দিয়েছেন তিনি।

   মিশন দাস আরো বলেছেন, মহিলাদের জন্য মহিলারা যাতে খাটেন, প্রয়োজনে দলের নেতৃস্থানীয়দের সঙ্গে পরামর্শ করে কাজ করা যেতে পারে।

কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প, বিশেষ করে মহিলাদের জন্য ঘোষণা করেছে।

এছাড়া স্থানীয়ভাবে অনেক সমস্যা রয়েছে সেগুলি সমাধান করার জন্য কাজ করতে হবে। মহিলাদের প্রয়োজন, অপ্রয়োজনে পাশে থাকতে হবে, এতে বিজেপির লাভ হবে।

   এএসটিসির চেয়ারম্যান বলেছেন, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আগামী লোকসভা নির্বাচনে দলের ভালো ফলাফল করার আশা করছেন।

দলের শাখা সংগঠনের উপর ভরসা করছেন মুখ্যমন্ত্রী। অনেক স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,  ফলে সেভাবে কাজ করতে হবে।

   এদিন বিজেপি করিমগঞ্জ শহর মণ্ডল মহিলা মোর্চার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। শহর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী সাবিত্রী চৌধুরী বিভিন্ন পদাধিকারীদের নাম ঘোষণা করেন।

উপ সভানেত্রী পদে প্রভারানি বনিক, মুন্নী চক্রবর্তী, সুমা দে। সাধারণ সম্পাদিকা অনামিকা সরকার, সম্পাদিকা শিল্পী সরকার, রোজি দাস, রুবি দাস, কোষাধ্যক্ষ মমতা নাগ, কার্যালয় সম্পাদিকা জয়া দাস।

মোট ২৭ জনের কমিটি ঘোষণা করা হয়। প্রত্যেকের হাতে দলীয় নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

প্রদীপ প্রজ্জ্বলন এবং বন্দেমাতরম সংগীতের মাধ্যমে সভার সূচনা হয়। সর্বশেষে পরিবেশিত হয় জাতীয় সংগীত।

সভায় স্বাগত বক্তব্য রাখেন শহর মহিলা মোর্চার সভানেত্রী সাবিত্রী চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন শহর মণ্ডল বিজেপি সভাপতি কিশোর দে, করিমগঞ্জ জেলা মহিলা মোর্চার সভানেত্রী সীমা নন্দী সহ অন্যান্যরা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token