বড়খলা প্রতিনিধি : বড়খলার বালাছড়া টোলগেইট সংলগ্ন এলাকা থেকে একটি লরি থেকে শনিবার ৮৫ বস্তা বার্মিজ সুপারী জব্দ করলো বড়খলা পুলিশ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়খলা থানার ওসির নেতৃত্বে শিলচর-হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের বালাছড়া টোলগেট সংলগ্ন এলাকায় শনিবার সকাল ৭টায় অভিযান চালানো হয়।
এএস ০১ কে সি ৭৩৫৫ নম্বরের অশোক লিল্যাণ্ডের একটি লরিতে চেম্বার তৈরী করে ব্লক ইটের নীচে বার্মিজ সুপারি পাচার করছিল মাফিয়ারা।
কিন্তু পুলিশের তল্লাসিতে ধরা পড়ে যায়।
এভাবে গত কয়েক আগে একটি ম্যাজিক গাড়িতে বার্মিজ সুপারী পাচার করতে গিয়ে বড়খলা থানার হাতে ধরা পড়ে।
তবে গাড়ির চালককে আটক করতে পুলিশ ব্যর্থ হয়েছে।
এতে প্রশ্ন উঠছে এই সুপারি আসছে কথা থেকে?
যদি বার্মা থেকে মিজোরাম অথবা মনিপুর হয়ে আসে তবে স্থানে স্থানে যে চেকপোষ্ট গুলো রয়েছে তাদেরকে কি মেনেজ করে পার হয়ে আসছে? বড়খলা পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে, ওসি জানিয়েছেন শীঘ্রই পাচারকারিকে পাকড়ায় করতে সক্ষম হবেন।