রাজু দে : শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ আম জনতার।
বিনা খরচে ও কম খরচে স্বাস্থ্য পরিসেবা দেওয়ার লক্ষ্যে গরীব জনগণকে ভারত সরকার আয়ুস্মান কার্ড দিচ্ছে।
কিন্তু প্রশ্ন হল সবাই কি সরকারের লক্ষ্য অনুসারে ভালো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে? সম্প্রতি সমগ্ৰ আসামের মধ্যে স্বাস্থ্য পরিষেবায় প্রথম পুরস্কার পেয়েছে কাছার জেলা।
এই কাছার জেলায় রয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল।
কিন্তু স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে ভুক্তভোগী জনগণের অভিযোগ রয়েছে বহুদিনের।
জনগণ বহুদিন থেকেই সরকারের কাছে অনুরোধ করে আসছে যাতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নত করা হয়।
আজ (৫ আগস্ট শনিবার) হাইলাকান্দির মনাছড়ার এক ভুক্তভোগী হিমাংশু নাথ শিলচর মেডিকেলের চিকিৎসা পরিষেবার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উগরে দেন।
তিনি জানিয়েছেন যে গত ২৩ জুলাই তাঁর বড় ছেলে অনুপ সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় শিলচর মেডিকেল কলেজে ভর্তি করেন।
কিন্তু প্রায় ত্রিশ হাজার টাকা খরচ করেও ছেলেকে সম্পূর্ণ সুস্থ করতে পরেন নি।ছেলের একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়।
তাঁর প্রশ্ন আয়ুস্মান কার্ড থাকা সত্বেও সরকারী হাসপাতালে কেন ত্রিশ হাজার টাকা খরচ করতে হয়েছে? পেশায় দিন মজুর হিমাংশু নাথ সরকার ও জনগনের কাছে ছেলের চোখের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানান।