নয়াদিল্লি : সহিংস কবলিত মণিপুরের ১৫০জন শিক্ষার্থী দিল্লির সরকারি স্কুলে ভর্তি হয়েছে, তাদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করার চেষ্টা হচ্ছে মঙ্গলবার বললেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
ছত্রসাল স্টেডিয়ামে দিল্লি সরকারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণে কেজরিওয়াল মণিপুরের পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন।
দিল্লীর মুখ্যমন্ত্রী বলেন, দেশের সর্বত্র চলছে মারামারি ও বিদ্বেষ, মণিপুরের কথা ভাবলেই কষ্ট লাগে তবে আজকে আমরা ছোট্ট একটি প্রয়াস করেছি।
মণিপুরের প্রায় ১৫০ শিশুকে স্কুল ছাড়ার শংসাপত্র ছাড়াই দিল্লির সরকারি স্কুলে ভর্তি করা হয়েছে।
এই শিশুদের পরামর্শ দেওয়া হচ্ছে এবং তাদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে জানিয়েছেন তিনি।
ভারতকে বিশ্বের এক নম্বর হওয়ার জন্য মুখ্যমন্ত্রী বলেন, এর নাগরিকদের একটি পরিবারের মতো থাকতে হবে।
কেজরিওয়াল নেতিবাচকতার পরিবেশের মধ্যে দেশে ইতিবাচক শক্তি তৈরি করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
তিনি বলেন আমরা যদি নিজেদের মধ্যে যুদ্ধ করি, তাহলে ভারতের উন্নতি হবে না। একসঙ্গে কাজ করলে কোনো শক্তিই ভারতকে বিশ্বের এক নম্বর দেশ হওয়া থেকে আটকাতে পারবে না।
উল্লেখ্য যে ৩ মে থেকে শুরু হওয়া মণিপুর জাতিগত সহিংসতায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।