মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : হাইলাকান্দি রাঙ্গাউটি জিপির বিলপার ধূমকর গ্ৰামের শশ্মান ঘাটে দাড়া খাল ওরফে ভাগা খালের উপর আরসিসি সেতু নির্মাণকে কেন্দ্র করে হাইলাকান্দি সিজেএম আদালতে মামলা হয়েছে।
২০১৮-১৯ অর্থবছরে পূর্ত বিভাগের অধীনে আরসিসি সেতু নির্মাণের নামে বরাদ্দ ৫০ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠেছে।
গত ২৮ জুলাই হাইলাকান্দি সিজেএম আদালতে সেতুর নির্মাণ কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার কাটিগড়ার ফারুক আহমেদ বড়ভূইয়া ও হাইলাকান্দি পূর্ত বিভাগের তদানীন্তন কার্যনির্বাহী অভিযন্তা আর এ চৌধুরীকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করলেন জমির মালিক তাজ উদ্দিন বড়ভূইয়া।
প্রদত্ত মামলায় তিনি উল্লেখ করেন, সরকারের পক্ষ থেকে হাইলাকান্দি পূর্ত বিভাগের অধীনে ২০১৮-১৯ অর্থবছরে বিলপার ধূমকর গ্ৰামে দাড়া খালের উপর একটি আরসিসি সেতু নির্মাণের জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ হয়।
কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার তথা মামলার এক নম্বর আসামির বিরুদ্ধে সরকারের বরাদ্দ অর্থে নিম্নমানের একটি সেতু নির্মাণ করে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।
গাইডলাইন উপেক্ষা করে একটি বিতর্কিত ভূমিতে সেতুটি নির্মাণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ রয়েছে।
মামলাকারী তাজ উদ্দিন বড়ভূইয়া জানান, তিনি এবিষয়ে হাইলাকান্দির জেলাশাসক ও মূখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলে লিখিত অভিযোগ করে কোন সুরাহা না হওয়ায় তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।
শুক্রবার সাংবাদিকদের কাছে এবিষয়ে বিস্তারিত তুলে ধরে বলেন আদালতের সুবিচারের অপেক্ষায় তিনি রয়েছেন। তিনি আশাবাদী মহামান্য আদালত তাঁর মামলার ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে সরজমিন তদন্ত করে এবং সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সুবিচার করবে।