জমি বিবাদকে কেন্দ্র করে হাইলাকান্দির কুচিলার গোয়ালাপাড়া উত্তপ্ত, পুলিসে মামলা

Spread the love

সিপ্রীয়ান ডায়াস, হাইলাকান্দি : জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে হাইলাকান্দির কুচিলা গোয়ালাপাড়া উত্তপ্ত। এলাকার এক বাড়িতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা।

হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ের নির্বাচন শাখার চতুর্থ শ্রেণীর কর্মী মানিক গোয়ালাসহ মোট সাতজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করলেন গৃহকর্তী দিপালী রায়।

আজ হাইলাকান্দির কুচিলার গোয়ালাপাড়ায় সাংবাদিক সম্মেলন করে নিগৃহিতা দিপালী রায় জানান, তাদের একই গ্রামের বাসিন্দা হাইলাকান্দি ডিসি অফিসের নির্বাচন শাখার চতুর্থ শ্রেণীর কর্মী মানিক গোয়ালার ঠাকুরদার কাছ থেকে তাদের পূর্ব পুরুষরা এই বাড়িটি রাইয়ত নেয়।

প্রায় ১০০ বছরের অধিক সময় ধরে তারা এই রাইয়ত নেওয়া বসত বাড়িতে বসবাস করে আসছে, কিন্তু ইদানিং অভিযুক্ত মানিক গোয়ালা তাদেরকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য হুমকি দিয়ে আসছে।

এব্যাপারে তিনি তার চার ননদিনী এবং তাদের পরিবারকে নিয়ে হাইলাকান্দি জেলা আয়ুক্তর কাছে অভিযোগনামা দায়ের করেন।

কিন্তু অভিযোগ করার পর থেকে তাদেরকে বিভিন্নভাবে অভিযুক্ত মানিক গোয়ালা ভয়-ভীতি প্রদর্শন করে জেলা আয়ুক্তের কার্যালয়ে দেওয়া অভিযোগ ফিরিয়ে নেওয়ার হুমকি দেয়।

ভুক্তভোগী দিপালী রায় এবং তার চার ননদিনী সংবাদ মাধ্যমকে ক্ষোভের সঙ্গে জানান, অভিযুক্ত মানিক গোয়ালার হুমকিকে পাত্তা না দেওয়ায় গত মঙ্গলবার রাত তাদের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অভিযুক্ত মানিক গোয়ালা, গিরিজা শঙ্কর গোয়ালা, শিবশঙ্কর গোয়ালা, বিক্রম গোয়ালা, মুরলীধর গোয়ালা দলবল নিয়ে এসে আগুন লাগিয়েছে জানান অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সেই সময় ঘরে ঘুমিয়ে থাকা তাদের ভাগ্নে সুজিত রায় কোনরকম দরজা ভেঙ্গে নিজের প্রাণ রক্ষা করে।

কিন্তু ঘরে থাকা নগদ আড়াই হাজার টাকা সহ তাদের ভাগ্নে সুজিত রায়ের একটি কুড়ি হাজার টাকার স্মার্ট মোবাইল ফোন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।

তাছাড়াও ঘরের আসবাবপত্র সহ ৫০ হাজারেরও অধিক টাকার জিনিস ভস্মীভূত হয়।

দিপালী রায় জানান যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি জেলা আয়ুক্ত কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী মানিক  গোয়ালা সহ মোট সাতজনকে অভিযুক্ত করে হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করেন।

কিন্তু পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে ব্যর্থ বলে জানান এজাহার কারী দিপালী রায়। তাই তিনি মিডিয়ার মাধ্যমে অতিসত্বর এই বিষয়ে সরজমিনের তদন্তসহ মূল অভিযুক্ত মানিক গোয়ালা এবং অন্যান্যদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানান।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token