শিলচর প্রতিবেদক : উন্নয়নের ছোঁয়া থেকে আজও বঞ্চিত শিলচর শহর সংলগ্ন মেহেরপুর জিপির পাঁচঘরি গ্রাম।
স্বাধিনতার পর থেকে আজ পর্যন্ত শিলচর শহর সংলগ্ন মেহেরপুর জিপির পাঁচঘরি গ্রামে উন্নয়নের ছোয়া লাগেনি বলে অভিযোগ করেছেন স্থানীয় জনগণ।
তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা সর্বদা বলে যাচ্ছেন অসমে উন্নয়ন হয়েছে, কিন্তু পাঁচঘরি গ্রামে উন্নয়ন কোথায়?
গ্রামে ভালো কোন রাস্তাও নেই।
যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় জনসাধারণ, স্কুল পড়ুয়া ছোট ছোট শিশুদেরকে বিভিন্ন সময় দুর্ঘটনায় পড়তে হয়।
গ্রামের কোন লোক রুগে আক্রান্ত হলে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার মত গ্রামের কোন ভালো রাস্তা নেই।
স্থানীয় ভুক্তভোগী জনগণ আজ গণ আওয়াজ-এর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী,শিলচরের বিধায়ক এবং কাছাড় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এব্যাপারে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।