ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৫টি সীট নিয়ে সরকার গড়বে আসামে : হিমন্ত

Spread the love

ব্যুরো রিপোর্ট : ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আসামে বিজেপি ১০৫টি আসনে জয়ী হবে ভবিষ্যৎবাণী করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বের প্রচারে বুধবার গুয়াহাটিতে একটি সমাবেশে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে বলেন, ছাব্বিশের নির্বাচনে ১০৫টি আসন পাবে বিজেপি।

তিনি বলেন, আমরা এবার ১০০ আসন অতিক্রম করব। ডিলিমিটেশনের পর আমাদের এই আসনগুলো নির্ধারিত রয়েছে, এগুলো আমরা পাবই দাবী করেন হিমন্ত।

শর্মা আরও একধাপ এগিয়ে ২০২৯ শের লোকসভা নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করে বলেন,  বিজেপি চারশ নয় পাঁচশ আসন পাবে।

২০২৬-শের 2026-এর কৌশল লোকসভার ফলাফল অনুসারে নেওয়া হবে, তিনি বলেন।

এদিন হিমন্ত চাঞ্চল্য এক মন্তব্যে বলেন, আপনারা ভাবছেন কে আমাদের সাহায্য করছে আর কে না, কিন্তু নির্বাচনের পর সবই জানা যাবে।

কিছু লোক আসবে এবং কিছু নাও আসতে পারে, তবে লোকসভা নির্বাচনের পর সবকিছু পরিষ্কার হয়ে যাবে।

এর আগে, হিমন্ত বলেছিলেন, আমরা শহরের মানুষ, কখনও কখনও ভোটকে গুরুত্ব সহকারে নিই না।

গুয়াহাটিতে ভোটের শতাংশ ৬০-২২, গ্রামে ৭৫-৭৬ শতাংশ এবং চর এলাকায় গেলে ৯২-৯৩ শতাংশ। এর অর্থ হল, চরের ৯২ শতাংশ মানুষ ভোট দেয়, আর শহুরে ৬০ শতাংশ, ৩২ শতাংশ মানুষ ভোট দেয়নি।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token