রত্নদীপ চক্রবর্তীর, ধর্মনগর : টীম রিয়েল হিরো’স-এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে রবিবার সন্ধ্যায় ধর্মনগর শহরের বিবেকানন্দ শার্ধ শতবার্ষীকী ভবনে একটি মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বৃক্ষে জল সিনচনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুত দে সরকার, বিশেষ অতিথি হিসাবে ছিলেন ধর্মনগরের বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর অমর দেব সহ টিম রিয়েল হিরোস এর সদস্য সদস্যাবৃন্দ।
টিম রিয়েল হিরোস একটি সমাজিক সংস্থা, এই সংস্থা সমাজের পিছিয়ে পরা মানুষদের জন্য কাজ করে চলেছে।
তৃতীয় বছর পূর্তি উপলক্ষে গত ১৮ আগস্ট টিম রিয়েল হিরোস ধর্মনগরে একটি মেগা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে, যেখানে প্রায় ১৫০০ জনেরও অধিক শিল্পীরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
সেখান থেকে ১০০ জনকে রবিবার আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।
এদিন অনুষ্ঠানে ধর্মনগরের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা সঙ্গিত পরিবেশন করে।
এই অনুষ্ঠানে উপস্থিতি ছিল লক্ষনীয়। টিম রিয়েল হিরোস এর সৃষ্টি, সুভজিৎ, অর্পণ, মর্তজ্যোতি, অনুষ্কা সহ অন্যান্য সকল সদস্য সদস্যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই অনুষ্ঠানটি সার্বিক দিক দিয়ে সফল হয়ে উঠে।