মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : ডিলিমিটেশনের খসড়ার প্রতিবাদে মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কুশপুত্তলিকা দাহ করার নিন্দা জানিয়েছে বরাক ডেভেলপমেন্ট পরিষদ (বিডিপি)।
বিডিপির চেয়ারম্যান এম হিফজুর রাহমান মূখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার আগে প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেন বরার কুশপুতুল দাহ করার নির্দেশ।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিডিপির চেয়ারম্যান এম হিফজুর বলেন, ডিলিমিটেশনে তৃতীয় ফ্রন্টের হাত রয়েছে এখানে মূখ্যমন্ত্রীকে দোষারোপ করার কিছুই নেই।
শুধু তাই নয় বরাকের একজন কংগ্রেসী বিধায়ক আন্দোলনের নামে নাটক করছেন বলে অভিযোগ করেন হিফজুর।
ডিলিমিটেশন নিয়ে তিনি কংগ্রেসকে দায়ী করে বলেন, কংগ্রেসের সময়ে সমষ্টি পুননির্ধারণের প্রক্রিয়া হয়েছে।
সমগ্র অসমের কংগ্রেসের জেলা সভাপতিদেরকে একই দিনে পদত্যাগ করার নির্দেশ দেন বিডিপির চেয়ারম্যান এম হিফজুর। তাছাড়া আলগাপুর সমষ্টি বিলুপ্ত করা নিয়ে বিধায়ক সুজাম উদ্দিনের বক্তব্যের বিরোধীতাও করেন তিনি।