উধারবন্দ প্রতিনিধি : উধারবন্দ বাজারঘাট সেতুর দয়াপুর চালিতারতল গ্রামের ১৯ বছর বয়সী দিনমজুর নুর আলম লস্কর গতকাল নদীর জলে তলিয়ে যায়, রাত ১১টা পর্যন্ত নিহতের লাশ উদ্ধার হয়নি।
১৬ জন কর্মী এবং দুটি নৌকা নিয়ে এনডিআরএফ কর্মীরা আজ সকাল ৮টা থেকে মধুরা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।
প্রায় ৫ কিলোমিটার ধরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু এখনো লাশ উদ্ধার হয়নি। তদন্ত চলছে।