শাখা কার্য্যালয়ের গেইটে বিভিন্ন জেএলজি গ্রুপের মহিলারা বিক্ষোভ প্রদর্শন
হাইলাকান্দি প্রতিনিধি : আসাম গ্ৰামীণ বিকাশ ব্যঙ্কের হাইলাকান্দি শাখার ম্যানেজারের বিরুদ্ধে গ্ৰাহক হয়রানির অভিযোগ উঠেছে।
ব্যাঙ্ক ঋণের দাবিতে হাইলাকান্দি শহরে আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের শাখা কার্য্যালয়ের গেইটে বিভিন্ন জেএলজি গ্রুপের মহিলারা বিক্ষোভ প্রদর্শন করেন।
ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণ করে ব্যবসার মাধ্যমে স্বাবলম্বি হওয়ার জন্য সরকার নানাভাবে মহিলাদের উৎসাহিত করছে।
কিন্তু আসাম গ্ৰামীণ বিকাশ ব্যাঙ্কের হাইলাকান্দি শাখায় ব্যাঙ্ক ঋণ প্রদানে মহিলাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে অভিযোগ উঠেছে।
ব্যাঙ্ক ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকলেও অনেক দৌড়ঝাপ করে জেএলজি গ্রুপের মহিলারা ব্যাঙ্ক ঋণ পাচ্ছেননা।
এতে ব্যাঙ্ক ঋণ গ্রহণ করে সরকারের দেওয়া সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মহিলারা।
ইটরকান্দি দ্বিতীয় খণ্ডের হাওয়ারুন্নেছা, সরসপুর জেএলজি গ্রুপের শিল্পা নায়েক, লক্ষী রিকিয়াসন, রসিলা নায়েক, ঋষি নায়েক, পদ্মা বাস্কর, লায়লী বেগম, রেশমা বেগম, লক্ষী রবিদাস প্রমুখ মহিলারা অভিযোগ করে বলেন, তাঁরা ব্যাঙ্ক ঋণের জন্য অনেক আবেদন নিবেদন করেন।
কিন্তু কোন ফল পাননি। ব্যাঙ্কের যাবতীয় নিয়ম মেনেও ব্যাঙ্ক ঋণ পাচ্ছেননা। চরম হয়রানির শিকার হচ্ছেন তারা।
এদিনের বিক্ষোভ স্থলে ব্যাঙ্কের গ্রাহক জারজিস আহমেদ লস্কর অভিযোগ করে বলেন, এলাকার আর্থ সামাজিক উন্নয়নে ব্যাঙ্কের ভূমিকা রয়েছে।
কিন্ত আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের হাইলাকান্দি শাখায় মহিলাদের ব্যাঙ্ক ঋণের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।
তিনি জেএলজি গ্রুপের মহিলাদের ব্যাঙ্ক ঋণের সুবিধা দেওয়ার দাবি জানান। দাবি পূরণ না হলে মহিলাদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন জার্জিস।