মোস্তাফা আহমেদ মজুমদার, গণআওয়াজ হাইলাকান্দি : পূর্ব হাইলাকান্দির বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবীতে এবার ডিসি অফিস চলো অভিযানের সিদ্ধান্ত নাগরিক সভায়।
বন্দুকমারা বাজারে নাগরিক সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর বন্যাক্রান্ত পূর্ব হাইলাকান্দির হাজার হাজার মানুষ এই অভিযানে অংশ নেবেন।
বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজারিকা বিধানসভায় দাড়িয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ বাঁধের স্থায়ী সমাধানে কাজ চলছে দাবী করার মাত্র দু’দিনের মাথায় জনগণের এই সিদ্ধান্ত সরকারের জন্য অস্বস্তিকর হতে পারে।
এলাকার ভুক্তভোগী মানুষের দাবী, দু’মাসের মাথায় পূর্ব হাইলাকান্দির একাধিক গ্ৰাম চারবার বন্যার কবলে পড়েছে।
সরকার নদী ভাঙ্গন মেরামতে কোটি কোটি টাকা মঞ্জুর করলেও হাইলাকান্দি জেলার কাটাখাল নদীর ভাঙ্গন মেরামতে জলসম্পদ বিভাগ ব্যর্থ বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
কাটাখাল নদীর আঙ্কাই-লঙ্কাই ও তসলা ভাঙ্গন দিয়ে জল প্রবেশ করে গোটা পূর্ব হাইলাকান্দি প্লাবিত করেছে।
পূর্ব হাইলাকান্দির নিমাইচান্দপুর, সামারিকোনা, সুদর্শনপুর কালাছড়া, বন্দুকমারা, মাটিজুরী, বড়হাইলাকান্দি, পূর্বগুল ইত্যাদি গ্ৰাম এখনও প্লাবিত। তাই ডিসি অফিস চলো এই অভিযান সফল করে তুলতে জেলার দল-সংগঠন সহ তিন বিধায়কের সহযোগিতা কামনা করেছেন পূর্ব হাইলাকান্দির বন্যা কবলিত এলাকার ভুক্তভোগীরা।