সরকারী প্রল্প থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারিরা
ব্যুরো রিপোর্ট : উধারবন্দ বিধানসভা সমষ্টির মধুরা জিপিতে উন্নয়নের নামে চলছে ব্যাপক দুর্নীতি। এই জিপিতে রেশন কার্ড থেকে প্রধানমন্ত্রী আবাস সর্বত্র দুর্নীতি বাসা বেধেছে।
জিপির গরীব-দুঃখী জনসাধারণ বঞ্চিত হচ্ছেন সরকারী সুযোগ সুবিধা থেকে।
দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে জিপি থেকে কেন্দ্র সর্বত্র বিজেপি ক্ষমতায় থাকার সময়ে বেপরোয়াভাবে চলছে এই জিপিতে দুর্নীতি।
জিপির রেশন কার্ড থেকে প্রধানমন্ত্রী আবাস সর্বত্র গণ অভিযোগ উঠায় গণ আওয়াজ থেকে জিপি সভাপতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়।
কিন্তু তাকে পাওয়া যায়নি।
তবে জিপি সভাপতির স্বামী অভিজিত আচার্যের কাছে তার জিপির বিভিন্ন দুর্নীতির অভিযোগ এবং জিপির কাজকর্ম সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, মুখ খোলা নিয়ে দলের নিষেধ আছে।
তাই মুখ খোলা যাবেনা।
এমনকি গত সাড়ে চার বছরের পঞ্চায়েতের কার্যকালে তার এই জিপিতে কত টাকা এসেছে এবং কি কি কাজ হয়েছে সে সম্পর্কেও কিছু বলতে অস্বীকার করেন অভিজিৎ।
এক দিকে চলছে দুর্নীতি, অন্যদিকে জিপির সভাপতি এবং তার স্বামির মুখ না খোলার প্রতিজ্ঞায় বিপাকে পড়েছেন জিপির জনসাধারণ।
জিপির জনসাধারণ গণ আওয়াজ-এর এই প্রতিনিধিকে কাছে পেয়ে তাদের বাড়ীতে নিয়ে গিয়ে দুঃখ প্রকাশ করেন একব্যক্তি জানান গত কয়েক মাস আগে তুফানে তার ঘর ভেঙ্গে যায়।
প্রাকৃতিক দুর্যোগে কোন গরীব মানুষ ক্ষতিগ্রস্ত হলে তাদের সহযোগিতার জন্য সরকারী বিভিন্ন প্রকল্প থাকলেও তিনি এই সুযোগসুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
জিপি সভাপতির সঙ্গে যোগাযোগ করলেও আজ পর্যন্ত তার নামে একটি প্রধানমন্ত্রী আবাসও বরাদ্ধ হয়নি।
এদিকে জিপির আরও অনেক পরিবার রয়েছে যারা প্রধানমন্ত্রী আবাস পাওয়ার যোগ্য, কিন্তু তাদের ভাগ্যেও তা জুটেনি।
তাই স্বাভাবিক কারনেই প্রশ্ন উঠছে, যোগ্যরা যদি বঞ্চিত হয়, তবে সরকারী এসব প্রকল্প যাচ্ছে কোথায়? তাহলে কি জিপি সভাপতি সহযোগে আত্মসাৎ হচ্ছে? স্থানীয় জনগণ সর্বাঙ্গিন উন্নয়নে বরাদ্ধ প্রকল্পের পূর্ণাংগ তদন্ত এবং আত্মসাৎকারীদের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।