নিউজ ডেক্স, গণআওয়াজ : শিলচর-মেডিকেল রোডের মেহেরপুরে ট্রাফিক জ্যামে নাজেহাল হয়ে উঠেছেন চলাচলকারী যাত্রী সহ স্থানীয় জনগণ।
রাস্তার পাশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নার্সিং হোমগুলোর কোন পার্কিং ব্যবস্থা না থাকায় রাস্তার উপর অবৈধ গাড়ী পার্কিং-এর জন্য এই চরম অবস্থার সৃষ্টি হয়েছে।
প্রশ্ন উঠছে স্বস্থ্য দপ্তর এবং সরকারের যেখানে-সেখানে নার্সিং হোমের অনুমতি দেওয়া নিয়ে।
মেডিক্যাল রোড একটি গুরুত্বপূর্ণ রোড হওয়ার পরও কিভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নার্সিং হোমের অনুমতি দেওয়া হল?
প্রতিদিন ট্রাফিকজ্যাম লেগে থাকায় রোগী সহ যাত্রী এবং স্থানীয় জনগণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় জনগণের অভিযোগ, প্রশাসনকে বার বার মেহেরপুরের এই অবৈধ পার্কিং-এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবী জানানোর পরও কোন অদৃশ্য কারনে ব্যবস্থা নেওয়া হচ্ছেনা।
তারা অবিলম্বে মেহেরপুরকে নো পার্কিং জোন ঘোষণা এবং নার্সিং হোমগুলোকে নিজস্ব বিল্ডিংয়ে পার্কিং ব্যবস্থা করার দাবী জানিয়েছেন। অন্যতায় বৃহত্বর মেহেরপুরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা হোম এবং ট্রাফিক জ্যামের বিরুদ্ধে বৃহত্তম গণ আন্দোলন গড়ে তুলার হুমকি দেওয়া হয়।