দুল্লভছড়ায় এয়ারটেল পরিষেবা থেকে বঞ্চিত বেশ কয়েকটি গ্রাম

Spread the love

সুপ্রিয় পাল, দুল্লভছড়া : সরকারের ডিজিটাল ইন্ডিয়ায় জনগণের নিত্য প্রয়োজনীয় তালিকায় রয়েছে বর্তমান নেট পরিষেবা।

ছাত্র-ছাত্রী থেকে আমজনতা বিভিন্ন কাজকর্মে নেট পরিষেবার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল।

তাই গ্রাহকরা মোটা অংকের টাকা দিয়ে রিচার্জ করেন।

কিন্তু নেট পরিষেবা না থাকায় একদিকে গ্রাহকদের পকেট ফাঁকা হচ্ছে, অন্যদিকে ডিজিটাইলেশনের প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছেন আমজনতা।

গ্রাহকদের পক্ষ থেকে বিভাগীয় আধিকারীদের অবগত করার পরও কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ আনেন বিভিন্ন গ্ৰামের গ্ৰাহকরা।

তাই এরজন্য তারা সরাসরি আধিকারিকদের দায়ী করছেন।

দুল্লভছড়ার কৃষ্ণনগর, বাসকালটিলা সহ বিভিন্ন গ্রামের এয়ারটেল নেট পরিষেবা সচল রাখতে বিভাগীয় কর্মীদের আধিকারিকদের দাবী জানিয়েছেন। অন্যতায় তারা এই কোম্পানির পরিসেবা বয়কট করতে বাধ্য হবেন বলে হুসিয়ারি দেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token