সিপ্রীয়ান ডায়াস : বরাক উপত্যকার লিড ব্যাঙ্ক তথা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র পিএনবি আরসেটি কাছাড়ে ছয় দিনের ইউপি অন সোপকিপারের উদ্যমি মনোভাব প্রসার প্রশিক্ষণ কর্মশালার সমাপন হল।
ভারত সরকারের গ্ৰামউন্নয়ন মন্ত্রণালয় ও রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্ৰামউন্নয়ন মন্ত্রণালয়ের স্কিল ও এন্টারপ্রেনরশিপ ডেভলাপমেন্ট-এর অভিলাষী প্রকল্প হচ্ছে আরসেটি প্রশিক্ষণ কেন্দ্র।
সমাপ্তি অনুষ্ঠানে পিএনবি আরসেটি কাছাড়ের ডিরেক্টর জগজ্যোতি ভট্টাচার্য্য ও আরসেটি কাছাড়ের সিনিয়র ফেকালটি তথা কোর্স কর্ডিনেটর শাহেদ চৌধুরী আরসেটি কোড এর আওতায় ঋন নিয়ে সহজেই বিজনেস শুরু করার আবেদন জানিয়েছেন।
এছাড়া সফল এন্টারপ্রেনার সুনালি লস্কর, গিয়াস উদ্দিন চৌধুরী নিজেদের সফলতার কথা তুলে ধরেন।
এই ছয় দিনের কোর ইডিপি প্রশিক্ষণে কাছাড় ও হাইলাকান্দির আত্মসহায়ক দলের কর্মী সহ বেকার যুবক যুবতীরা অংশ নিয়েছেন।
প্রশিক্ষণ কর্মশালায় ইডিপি স্কিল-এর আওতায় প্রজেক্ট রিপোর্ট তৈরী, এন্টারপ্রেনরেল কমপিটেন্সি, এচিভমেন্ট মোটিভেশন ট্রেইনিং (এএমটি), মার্কেটিং, মার্কেট সার্ভে, বিজনেস এনটিটি রেজিস্ট্রেশন ও লাইসেন্স, এন্টারপ্রাইজ প্রোমেশন, কাষ্টমার সেটিসফেকশন, বেংক প্রদত্ত সরকারী ঋন যোজনায় সহ প্রাক সন্ধ্যাকালীন সেশনে ধোপকাটি, মোমবাতি, হারবাল সাবান তৈরি এর প্রশিক্ষণ প্রদান করেন মিলন নমসুদ্র, মিলি নাথ, সুনালি লস্কর।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আরসেটি কাছাড়ের ডিরেক্টর জগজ্যোতি ভট্টাচার্য্য, আরসেটি কাছাড়ের সিনিয়র ফেকালটি তথা কোর্স করডিনেটর শাহেদ চৌধুরী ও এস এস দেবরায় প্রমুখ।
আগামী সেপ্টেম্বরে মাসে সম্পুর্ন বিনামূল্যে আবারও বিভিন্ন ধরনের ইডিপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে জানান তারা।
ধুপকাটি তৈরি, এডভানস কাটিং ও টেইলারিং, ফাষ্ট ফুড এন্ড কেইক মোম আচার, জ্যাম তৈরী, কৃষি উদ্যামি, গরু পালন ও ভার্মি কম্পোষ্ট, নার্সারি মেনেজমেন্ট, ছাগল পালন, পোল্ট্রি ও লকেল হাঁস মুরগি পালন, মাসরুম, ফিসারী ও বায়োফ্লক মাছ চাষ, গ্ৰীন হাউস ও শেড নেট ফার্ম ইত্যাদির উপর এই প্রশিক্ষণ দেওয়া হবে।