ব্যুরো রিপোর্ট : ডাক-ঢোল পিটিয়ে শিলচর সতিন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে ইন হাউস ল্যাবটরি। কিন্তু উদ্ধোধনের পর নেই ল্যাব টেকনিশ্যান।
তাই দরজায় ঝুলছে তালা।
এনিয়ে ফের একবার খবরের শিরোনামে উঠে এলো বরাকের উন্নয়নের বৈষম্যতার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিটি জেলার সদর সিভিল হাসপাতালে ইন হাউস ল্যাবটরির ঘোষনা করেছিলেন।
কাছাড়ের শিলচর সিভিল হাসপাতালেও অত্যাধুনিক ল্যাব মেশিন সহ প্রচুর অর্থ ব্যয়ে ল্যাবোটরির ব্যবস্থা করা হয়। কিন্তু উদ্ধোধনের পর থেকে ল্যাব টেকনিশিয়ানের অভাবে দরজায় ঝুলছে তালা।