ধলাইয়ে দলের ভাঙ্গন আটকাতে এবার মাঠে নামলেন মন্ত্রী পরিমল
ধলাইয়ে দলের ভাঙ্গন আটকাতে এবার মাঠে নামলেন মন্ত্রী পরিমল। বড়জালেঙ্গা ও পালংঘাট মণ্ডলে বিজেপির ভোটার চেতনা অভিযান কর্মশালা মূখ্য বক্তা ছিলেন মন্ত্রী পরিমল।
ধলাইয়ে কয়েকদিন আগে বেশ কিছু বিজেপি কর্মী দল ত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন।
এটা যে মন্ত্রী পরিমলের জন্য সুখবর নয় তা তিনি ভালোভাবেই অনুধাবন করেছেন। তাই হয়তো এবার আটঘাট বেঁধেই মাঠে নেমেছেন।
আজ তাকে ভোটারদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে দেশব্যাপি ভোটার চেতনা অভিযানের কর্মশালার অঙ্গ হিসাবে বড়জালেঙ্গা ও পালংঘাট মণ্ডলের কর্মশালায় থাকতে হয়েছে।
এই কর্মশালার মূখ্য বক্তা ছিলেন আসাম সরকারের পরিবহন আবগারি ও মীন বিভাগের মন্ত্রী তথা ধলাই সমষ্টির বিধায়ক পরিমল শুক্লবৈদ্য।
এছাড়াও পৃথক পৃথক ভাবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, বড়জালেঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশিল রঞ্জন ধর, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষী রাণি যাদব, জেলা বিজেপির সম্পাদক পুলক দেব সহ অন্যান্যরা। হিবজুর রাহমান বড়ভূইয়া প্রতিবেদন, গণ আওয়াজ।