মুখ্যমন্ত্রী’র বরাক সফরে পাচগ্রাম কাগজ কল নিয়ে সরকারের স্পষ্টীকর চায় জাকরু : মানবেন্দ্র

Spread the love

ব্যুরো রিপোর্ট : শতাধিক কাগজ কল শ্রমিকের অকাল মৃত্যুর পর প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং পূর্বতন মুখ্যমন্ত্রীর মিথ্যা প্রতিশ্রুতির কলংক মোচনে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা শ্রমিক সংগঠনের সঙ্গে এক ত্রান চুক্তি স্বাক্ষর করেছিলেন।

এই চুক্তি স্বাক্ষর হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২১-এ এবং ৭ জুলাই ২০২২-এ মুখ্যমন্ত্রী অনুষ্ঠানিকভাবে ত্রান-সাহায্য বনণ্টনের সুচনা করেন।

সেই সময় তিনি কাছাড় কাগজ কলকে শীঘ্র পূনরুজ্জীবীত করার ঘোষণাও করছিলেন।

 যদিও ত্রান চুক্তির সকল শর্ত এখনো অসম্পূর্ণ, তবে শ্রমিক সংগঠন বিশ্বাস করে যে মুখ্যমন্ত্রী নিজের অংগীকার বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।

কিন্তু কাগজ কলকে পুনোরজিবিত করতে আজ পর্য্যন্তও কোনো ধরনের কর্মতৎপরতা নেই, উপরন্তু কাগজ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

 বর্তমানে কাগজ কল সংলগ্ন অঞ্চল নিশছিদ্র অন্ধকারে, তাহলে কি বরাক উপত্যকার একমাত্র বৃহৎ শিল্প ধ্বংস হয়ে যাবে?

লক্ষ লক্ষ কর্মসংস্থানের প্রত্যাশা থেকে কি যুব সমাজ বঞ্চিত হবে? এবং কর্মক্ষম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার  ঘোষণা কি শুধু ঘোষণা হয়েই থাকবে?

লক্ষ লক্ষ বরাকবাসী’র স্বপ্ন আবারও কি বঞ্চনায় রূপান্তরিত হবে? এই সমস্ত প্রশ্ন উত্তাপন করছে শ্রমিক সংগঠন জাকরু।

তাই মুখ্যমন্ত্রী’র আগন্তুক বরাক সফরের আগ মূহুর্তে জাকরুর আহবান করছে মুখ্যমন্ত্রীর নিজের স্বাক্ষরিত মউ চুক্তির সমস্ত শর্ত যেন কার্য্যকরী করেন।

 জাকরু দাবী করেছে ঘোষণা অনুযায়ী মূখ্যমন্ত্রী অতি সত্তর কাগজ কল পূনরুজ্জীবীত করে বরাকের জনগনের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূর্ণ কারা হউক।

এছাড়াও ‘জাকরু’ মুখ্যমন্ত্রীর আগন্তুক বরাক সফরের সময়ে কাগজ কল নিয়ে স্থিতি স্পষ্ট করার আহ্বান জানিয়েছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token