রাখী বন্ধনকে ‘স্নেহ মিলন উৎসব’ পালন করল প্রজাপিতা ব্রম্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়

Spread the love

সিপ্রীয়ান ডায়াস, হাইলাকান্দি : প্রজাপিতা ব্রম্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ও লালপানী সেবা কেন্দ্রের যৌথ উদ্যোগে রাখী বন্ধন স্নেহ মিলন উৎসব সম্পন্ন হয়েছে।

প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়-লালপানি সেবা কেন্দ্রের ব্যবস্থাপনায় লালপানি সেবা সংঘের স্থায়ি মঞ্চে রাখী বন্ধন উৎসবকে সামনে রেখে স্নেহ মিলনের এক অনুষ্টান হয়।

উক্ত অনুষ্টানে আমন্ত্রিত বিশিষ্ট সম্মানিত অতিথি ছিলেন কাটলীছড়া এস কে রায় কলেজের প্রাক্তন অধ্যক্ষ  দীপক কান্তি আইচ, প্রফেসার মানিক গুপ্ত, উপ অধ্যক্ষ সুপ্রীয় মজুমদার, প্রফেসার ড০ দেবজীৎ দে, প্রফেসর দিব্যন্দু গোস্বামী, বিজেপি নেতা রাজকুমার দাস প্রমুখ।

  প্রদীপ প্রজ্জ্বলনের পর শিশু শিল্পী শ্রেয়সী নাথের উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্টানের শুভারম্ভ হয়। মিজোরাম থেকে আগত মঞ্জু বেহেন জী, শিলচর থেকে আগত পিয়ালী বেহেনজী, ত্রিপুরা থেকে আগত দেবব্রত ভাই সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিগণকে উত্তরীয় ও উপহার দিয়ে বরণ করা হয়।

আধ্যাত্মিকতায় মানব জীবন পরিবর্তন-এর উপর বিশিষ্ট ব্যক্তিবর্গের সারগর্ভ আলোচায় উক্ত অনুষ্টান প্রাঞ্জলতায় ভরে উঠে।

প্রজাপিতা ব্রহ্মা কুমারী সংস্থার লালপানি সেবা কেন্দ্রের সঞ্চালিকা অর্পনা বেহেনজী সবাই সাদরে শুভেচ্ছা জানিয়ে অনুষ্টানের তাৎপর্য নিয়ে প্রাঞ্জল ভাষায় বক্তব্য তুলে ধরেন।

সনাতনী সংস্কৃতিতে সবার কপালে চন্দনের তিলক লাগিয়ে হাতে রাখী বেঁধে অনুষ্টানকে সার্থক করে তুলেন।

পরম পিতা ঈশ্বরের প্রদান করা অন্ন গ্রহন করার পর সংঘের সভাপতি দীপ্তন চক্রবর্তী অনুষ্টানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সুন্দর অনুষ্টান পরিচালনা করার জন্য সেবা কেন্দ্রের সঞ্চালিকা অর্পনা বেহেনজীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন অনুষ্টানের সভাপতি ডঃ দেবজীৎ দে-র প্রাসঙ্গিক বক্তব্যের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়। এই অনুষ্টানের সঞ্চালনা করেন রামকৃষ্ণ চক্রবর্তী।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token