জুলি দাস ,করিমগঞ্জ, ২৯ নভেম্বর : অভিভাবক মন্ত্রী হিসেবে করিমগঞ্জে প্রথম সফরে আসার পর তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজরিকাকে সংবর্ধনা জানানো হলো প্রেসক্লাব করিমগঞ্জ-এর পক্ষ থেকে।
মঙ্গলবার বিকেলের দিকে করিমগঞ্জ আসেন জেলার অভিভাবক মন্ত্রী।
পর্যালোচনা সভার পর জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে মন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতে তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করা হয় এবং স্বামী বিবেকানন্দের একটি প্রতিকৃতি তুলে দেওয়া হয়।
এছাড়া সাংবাদিকদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা মন্ত্রীর নজরে তুলে ধরেন প্রেস ক্লাবের কর্মকর্তারা।
মন্ত্রী পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মন্ত্রীর সঙ্গে এদিন সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব, করিমগঞ্জের সম্পাদক অরূপ রায়, অরূপ রতন, বিভাস বর্ধন, জুলি দাস, মণিময় দে, সঞ্জয় কানু সহ অন্যান্যরা।
মন্ত্রীর সঙ্গে তখন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সমন্বয়ক কৃষ্ণেন্দু পাল, সাংসদ কৃপানাথ মালাহ।
উল্লেখ্য, সম্প্রতি সাংবাদিকদের সমস্যা নিয়ে বিভিন্ন দাবির কথা উল্লেখ করে প্রেসক্লাব করিমগঞ্জের পক্ষ থেকে বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজরিকাকে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছিল। এদিন মন্ত্রীকে তা স্মরণ করে দেওয়া হয়।