কাছাড় প্রশাসনের উদ্যোগে উদযাপন হল ৬২ তম শিক্ষক দিবস, সম্মাননা করা হল বিশিষ্ট শিক্ষকদের

Spread the love

শিলচর, ৫ সেপ্টেম্বর : দেশের অন্যান্য অংশের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও শিলচর গান্ধীভবনে  ৫ সেপ্টেম্বর ৬২ তম শিক্ষক দিবস উদযাপন করা হয়।

 কাছাড়ের জেলা প্রশাসন এবং শিক্ষাবিভাগের যৌথ উদ্যোগে ড০ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্ম দিবসটি ৬২তম শিক্ষক দিবস উদযাপন করে অবসরপ্রাপ্ত এবং চাকরিরত বিশিষ্ট শিক্ষকদের নির্বাচিত করে সম্মাননা জ্ঞাপন করা হয়।

এদিন যাদেরকে সম্মাননা দেওয়া হয় তারা হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক জনপ্রিয় উচ্চ বিদ্যালয়ের সুমেরু নাথ, খুনাও উচ্চ বিদ্যালয় এস. রবীন্দ্র সিংহা, তারাপুর গার্লস হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সামসুল হক, সূর্য কুমার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রজত শর্মা, নরসিং এইচ. এস. স্কুলের শিক্ষক নীলিপ কুমার গৌড়, কৃষ্ণচরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিরন্ত কুমার নাথ, বনরাজ এমভি স্কুলের আব্দুল রেজাক আহমেদ, গাগরাপাড় এম. ভি. স্কুলের অসীম কুমার সিংহ, ৫৪৪ নং নুতন বাগিচা এলপি স্কুলের পান্নালাল পাসি এবং রাসবিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা যুথিকা দেবপাল।

অনুষ্ঠানে শিক্ষকদেরকে স্মারক ও মানপত্র দিয়ে অভিবাদন জানানো হয়।

মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের কলেজ ডেভেলাপমেনট কাউন্সিলের প্রাক্তন সঞ্চালক ড০ বিভাস দেব।

তিনি শিক্ষক দিবসের তাৎপর্য, গুরুত্ব এবং শিক্ষকদের করণীয়, ছাত্র-ছাত্রীদের উত্তরণে শিক্ষকদের ভূমিকা সম্পর্কে বক্তব্য তুলে ধরেন ।

অনুষ্ঠানে কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার অন্তরা সেন শিক্ষক দিবসের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রতিদিনই শিক্ষকদেরকে সম্মান জানানো ছাত্র-ছাত্রীদের প্রথম প্রধান কর্তব্য।

প্রধান শিক্ষক পঙ্কজ নাথ তার ব্যক্তিগত জীবনের তথা শিক্ষকতা করাকালীন জীবনের অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন।

শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন স্কুল পরিদর্শক সেমিমা ইয়াসমিন আরা রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ও অনুষ্ঠান পরিচালনা করেন বিপ্লব বিশ্বাস। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন। শুরুতে নিমাই চাঁদ হাই স্কুলের শিক্ষক সঞ্জয় সিনহা একটি ভজন পরিবেশন করেনl

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token