হাইলাকান্দি প্রতিনিধি, গণআওয়াজ : ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্রের বার্ষিক জলসা সম্পন্ন।
এবছর মাদ্রাসার দারুল হাদীস বিভাগের ১৬ জন এবং দারুল ইফতা বিভাগের ৪৬ জনসহ মোট ৬২ জন ছাত্রকে সনদসহ পাগড়ি পরিয়ে দোয়া ও আশীর্বাদ প্রদান করা হয়।
এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে এক বিশেষ মহফিল অনুষ্ঠিত হয়, যেখানে সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত বিশাল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি দেখা যায়।
অনুষ্ঠানে ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন দেশের খ্যাতিমান ইসলামিক পণ্ডিতগণ ও পীর মাশায়েখরা।
তারা ইসলামি শিক্ষা, শান্তি ও ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এবং অন্যান্য বিশিষ্টজনরা।
মাদ্রাসা পরিচালন সমিতির সভাপতি মিছবাহুর রাহমান মজুমদার, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম লস্কর, সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।