সিপ্রীয়ান ডায়াস : প্রতিবছরের মতো এবছরও হাইলাকান্দি জেলার আলগাপুর নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ড০ রাধাকৃষ্ণননের ৬২তম জন্মদিন শিক্ষক দিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে সকাল দশটায় ড০ সর্বপল্লী রাধাকৃষ্ণননের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জলন ও মাল্যদান করেন স্কুলের অধ্যক্ষ তাহির আলী বড়ভূঁইয়া।
এরপর স্কুলের অধ্যক্ষ এবং স্কুলের হিন্দি তথা চিত্রকলা বিষয়ক শিক্ষক সিপ্রীয়ান ডায়াস ড০ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জীবনী সম্পর্কে বক্তব্য রাখেন।
স্কুলের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে স্কুলের শিক্ষক শিক্ষিত্রীদের উত্তরীয় এবং কলম দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য যে দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থা হাইলাকান্দি জেলা কমিটির মিডিয়া সেলের সভাপতি তথা স্কুলের হিন্দি ও চিত্রকলা বিষয়ক শিক্ষক সিপ্রীয়ান ডায়াস সংস্থার পক্ষ থেকে স্কুলের অধ্যক্ষ তাহির আলী বড়ভূইয়া, উপাধ্যক্ষ বাহারুল ইসলাম বড়ভুইয়া, ম্যানেজিং ডাইরেক্টর সাহারুল ইসলাম লস্কর এবং স্কুলের বিজ্ঞান শিক্ষক ইসলামুল লস্করকে উত্তরীয় পরিয়ে ডাইরি ও কলম দিয়ে বিপুল সংবর্ধনা প্রদান করেন।
এরপর ছাত্রছাত্রী দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিক্ষক দিবসের সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের বিজ্ঞান শিক্ষক ইসলামুল লস্কর। মনোজ্ঞ এই শিক্ষক দিবস অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষয়ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক রূপক পাল, জামাল আহমেদ, শাকির আহমেদ, মর্তুজা হোসেন, কাজী রিজু, শামিমা বেগম, তাহেরা বেগম, ওয়াহিদা সুলতানা, সীমা হাজাম, ফারহানা সুলতানা, হাসিনা বেগম, সিতারা বেগম প্রমুখ।