পিএনসি : জলে ডুবে প্রাণ হারালেন হাফলং শহরের পার্শ্ববর্তী ডিমালিকরাজির এক বাসিন্দা, নাম মঙ্গল লোহার।
পুলিশ সুত্রের খবর অনুসারে, বৃহস্পতিবার দুপুরে শহর সংলগ্ন ধুবিলাইনের নিকটবর্তী লেইকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মঙ্গল।
আচমকা মৃগী রোগে আক্রান্ত হয়ে লেইকের জলে ছিটকে পড়েন তিনি। এই ঘটনাটি ঘতে দুপুর সাড়ে বারোটা নাগাদ।
খবর পেয়ে দলবল ঘটনাস্থলে পৌঁছান হাফলং সদর থানার ওসি, ছুটে যায় এসডিআরএফ। লেইকের জল থেকে উদ্ধার করা হয় মঙ্গলের মৃতদেহ।
মঙ্গলের প্রতিবেশি এক ব্যক্তি জানিয়েছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মঙ্গলের মাত্র দেড় বছরের মতো হয়েছে।
নেই কোনও তাঁর কন সন্তান সন্ততি, রেখে গেছেন পত্নী সহ দুই ভাই। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।