গোপন ক্যামেরায় ফাস হল বিজেপি নেতার দুর্নীতি
জুলি দাস
করিমগঞ্জ : সুপ্রাকান্দি জিপিতে পিএমএওয়াই (আরবান)-র ঘর দেওয়ার নাম করে চলছে অর্থ সংগ্রহ।
ডেভেলপমেন্ট অথরিটির আওতায় এলাকাটি না হওয়া সত্ত্বেও পিএমএওয়াই আরবান-র ঘর দেওয়ার নাম করে চলছে অর্থ সংগ্রহ।
রীতিমতো ডেভেলপমেন্ট অথরিটির সীলমোহর দিয়ে ফর্ম বিতরণ করে জনপ্রতি তিন থেকে পাঁচ হাজার টাকা করে সংগ্রহ করা হচ্ছে।
জিপির সহজ সরল এবং গরিব জনগণকে ভুল বুঝিয়ে এই অর্থ সংগ্রহ করছে দালাল চক্র।
বিজেপি এসসি মোর্চার প্রদেশ কমিটির সদস্য বিকুল রায়ের নেতৃত্বে এই অর্থ সংগ্রহ হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জিপির বিভিন্ন এলাকায় বিকুলের হয়ে অনেকেই গরিব জনগণকে ঘর দেওয়ার নাম করে টোপ দিচ্ছেন।
এই অর্থ আদায়ে নাম উঠে এসেছে ওয়ার্ড সদস্য কৃষ্ণা দাস, বিজেপির বুথ সভাপতি ভানুরঞ্জন দাসের।
বিপুল সংখ্যক মানুষের কাছ থেকে ঘর দেওয়ার নাম করে অর্থ আদায় করা হয়েছে অভিযোগ করেছেন জিপির গরিব জনগণ।
গণ আওয়াজ-এর আছে এর অনেক গোপন ভিডিও মজুদ হয়েছে। তবে এ নিয়ে এখন কী পদক্ষেপ নেন ডেভেলপমেন্ট অথরিটি এবং বিজেপি নেতৃত্ব, সেটাই দেখার বিষয়।