ব্যুরো রিপোর্ট : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলকে মজবুত করতে মাঠে নামলেন সুস্মিতা দেব।
রবিবার কাছাড়ের বড়খলার বড়যাত্রাপুরে তৃণমূল কংগ্রেস দলের কর্মী সম্মেলন ঘিরে বিশাল বাইক রেলির মাধ্যমে অনুষ্ঠিত হয় দলীয় সভা।
বড়যাত্রাপুর অডিটোরিয়াম হলের কর্মীসভায় উপস্থিত হন কর্মীরা। রেলি শেষে করে বক্তব্য দিতে গিয়ে সুস্মিতা বলেন, প্রধানমন্ত্রী মোদীর মিথ্যা প্রতিশ্রুতর দিন শেষ।
মুখে উন্নয়নের ডাক-ঢোল বাজলেও বাস্তবে কিছুই নেই, জিনিস পত্রের দাম দিন দিন আকাশছোঁয়া হলেও মুখে শুধু উন্নয়নের শুর।
সুস্মিতা ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির পতন হবে দাবী করেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে এসে ডিলিমিটেশন নিয়ে বলেছিলেন, বরাকে ডিলিমিটেশনের বিরোধিতা কেহ করছেন না।
তার প্রতিক্রিয়ায় সুস্মিতা আক্রমনাত্বক সুরে বলেন, মুখ্যমন্ত্রীর উচিত ছিল বরাকের শাসক দলের অপদার্থ নেতা এবং মন্ত্রী মন্ডলিদের কথা না শুনে জনগনের কথা শুনা।
ডিলিমিটেশন নিয়ে সাধারণ মানুষের অন্তরে কি প্রভাব রয়েছে তা মুখ্যমন্ত্রী মাঠে ময়দানে নামলে বুঝতে পারবেন।
তাছাড়াও বর্তমান সরকারের জনবিরোধী নীতি ও বিভাজনের রাজনীতি নিয়ে গর্জে উঠেন সুস্মিতা দেব।
এদিনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমুল কংগ্রেসের কাছাড় জেলা সভাপতি রাজেশ দেব, জেলা তৃণমুলে যুগ্ম সম্পাদক সজল বনিক, জেলা তৃণমুলের সাধারণ সম্পাদক রাহুল আলম লস্কর, জেলা তৃণমুলের সম্পাদক অনুপ পাল সহ অন্যান্যরা।