হাইলাকান্দি প্রতিনিধি : শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষিত না হলে সমাজের উন্নতি সাধন তাই উন্নত সমাজ গঠনে নবপ্রজন্মদের এগিয়ে আসার আহ্বান জানাল অখিল ভারতীয় ভর-রাজভর সমাজ।
রবিবার হাইলাকান্দি জেলার লক্ষীনগর চা বাগানে ভর-রাজভর সমাজের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে আহ্বান জানান অখিল ভারতীয় ভর ও রাজভর সমাজের রাজ্যিক কমিটির সহ সভাপতি হরিমোহন রাজভর।
তিনি বলেন, ভর-রাজভর সমাজের মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত, সবাই একত্রিত থাকলে দেশে কয়েক কোটি মানুষ সমাজের মানুষ রয়েছেন।
কিন্তু সাম্প্রদায়ের মানুষ দুর্বল, শিক্ষার ক্ষেত্রেও বহু পিছিয়ে রয়েছেন।
তিনি বলেন, জাগ্রত হওয়ার সময় এসেছে, ঘরে ঘরে উচ্চ শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হলে এবং ঐক্যবদ্ধ হলে এগিয়ে যাওয়া সম্ভব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজকুমার ভর, হরিদয়াল রাজভর, রাজু রাজভর, লক্ষন রাজভর, সুমিতা রাজভর, মহাবীর রাজভর, লক্ষীমনি রাজভর, সুমিতা রাজভর, বাবুল রাজভর প্রমুখ। তারা সবাই মহিলাদের অধিকার ও সম্মান রক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।