ব্যুরো রিপোর্ট : সরকারী চাকরীর লোভ দেখিয়ে কাঁঠাল রোডের জায়ফরপুর এলাকার প্রায় ৭৩ বেকার যুবককে প্রতারণা করার এক চাঞ্চল্যকর তথ্য এসেছে গণআওয়াজ-এর হাতে।
প্রতারক চন্দ্রপুরের বাসিন্দা দুলন দাস বলে জানিয়েছেন প্রতারিতরা।
রেলওয়েতে চাকরী দেওয়ার লোভ দেখিয়ে কাঁঠাল রোডের জায়ফরপুর এলাকার প্রায় ৭৩জন বেকারকে প্রতারণা করে মোটা টাকা হাতিয়ে নিতে আত্মগোপন করেছে এক প্রতারক।
প্রতারকের নাম দুলন দাস, বাড়ী চন্দ্রপুর বলে জানিয়েছেন প্রতারিতরা।
প্রতারিতদের ৭২ জনের কাছ থেকে চার হাজার ছয়শত টাকা করে এবং একজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা হাতিয়েছে প্রতারক দুলন দাস।
বেশির ভাগই তারা অনলাইন পেমেন্ট করেছে।
এদিকে সরকারী চাকরীর নামে টাকা নিয়ে তাদের বেশ কয়েক জনের নামে প্রতারক দুলন এনইসিসি এন ই রেলওয়ে ওয়ার্কিং কনসট্রাকশন কম্পেনির রবি শুক্লার স্বাক্ষরিত নিয়োগপত্র দেয়।
যে নিয়োগপত্রে ১৬-৫-২০২৩-এ দুপুর একটা থেকে দুটার মধ্যে শিলচর নতুন পট্টিতে জেনারেল ম্যানেজার রবি শুক্লার যোগাযোগ করে ওই দিনই পিআরডব্লিউ অজয় কুমার গোয়ালার সঙ্গে রিপোর্টিং করার উল্লেখ রয়েছে।
কিন্তু তারা সেখানে গিয়ে এরকম কোন কিছুই খুঁজে পাননি। এতে তারা বুঝতে পারে, তাদেরকে প্রতারণা করা হয়েছে।
এরপর থেকে দুলন আত্মগোপন করে। ফোন করলে কোন কোন সময় রিসিভ করে টাকা ফিরিয়ে দেবে বললেও কোথায় আছে জানতে চাইলে সে সম্পর্কে কোন তথ্য দেয়নি।
তবে প্রতারিতরা গণআওয়াজকে জানিয়েছেন, সে শিলচরে কোথাও রয়েছে।
এব্যাপারে তারা শিলচর সদর পুলিশে এফআইআর দায়ের করতে গেলে তাদেরকে পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
এখন পর্যন্ত তারা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, তবে গণআওয়াজ-এর মাধ্যমে কাছাড়ের পুলিশ সুপার, জেলা প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রতারক দুলন দাসের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।